Viral News: বৃথা হল সব পরিশ্রম, গিয়েছিল চুরি করতে, কিন্তু মদের দোকানে ঢুকে বেসামাল চোর, বয়ান নিতে হিমশিম খেল পুলিশও

<p><strong>হায়দরাবাদ:</strong> মদের দোকানে চুরি করতে ঢুকেছিল। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে গিয়ে হাতিয়ে নিয়েছিল টাকা-পয়সাও। কিন্তু ফোকটে গলা ভেজানোর লোভ সামলাতে পারল না চোর। আর তাতেই সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। নেশার ঘোরে মেঝেতেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল হাতে হাতকড়া পরিয়েছে পুলিশ। (Viral News)</p> <p>তেলঙ্গানার মেডক জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। বর্ষবরণের আগে পকেট ভারী করতে মদের দোকানে হানা দিয়েছিল চোর। ছাদের টালি খুলে দোকানে প্রবেশ করে সে। তার পর সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। ড্রয়ার খুলে টাকা-পয়সা গুছিয়ে বেঁধে নেয় ব্যাগেও। (Telangana Thief Passed Out in Liquor Shop)</p> <p>নির্বিঘ্নে সব মিটে যাওয়ার পর মদে গলা ভেজানোর ইচ্ছে জাগে চোরের। সেই মতো মেঝেতে বোতল নিয়ে বসে পড়ে। কিন্তু তেষ্টা কি আর এক ঢোকে মেটে! দেখতে দেখতে খালি হয়ে যায় একটার পর একটা বোতল। নিজের অজান্তে মেঝেতেই অঘোরে ঘুমিয়ে পড়ে চোর। &nbsp;আর এই নেশাই তার যাবতীয় পরিশ্রম পণ্ড করল।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="te">వైన్ షాపులో దొంగ&zwnj;త&zwnj;నానికి వ&zwnj;చ్చి ఫుల్లుగా మద్యం తాగి అక్కడే పడుకున్న దొంగ <br /><br />మెదక్ - నార్సింగిలోని కనకదుర్గ వైన్ షాపులో దొంగతనానికి వచ్చి కౌంటర్లో నగదు, మద్యం బాటిళ్లు ఓ సంచిలో మూట కట్టుకున్న దొంగ<br /><br />దొంగతనం తర్వాత వెళ్ళేటప్పుడు మద్యం తాగడంతో మత్తులో అక్కడే నిద్రపోయిన వైనం<br /><br />వైన్&hellip; <a href="https://t.co/WUMvkNaamH">pic.twitter.com/WUMvkNaamH</a></p> &mdash; Telugu Scribe (@TeluguScribe) <a href="https://twitter.com/TeluguScribe/status/1873949296317317587?ref_src=twsrc%5Etfw">December 31, 2024</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>রোজের মতো সকালে দোকানের তালা খুলে ভিতরে ঢোকেন কর্মচারীরা। মেঝেয় এক যুবককে পড়ে থাকতে দেখে চমকে যান তাঁরা। কিছু ক্ষণের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। চোর নেশার ঘোরে অঘোরে ঘুমাচ্ছে বলে বুঝতে পারেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল একাধিক মদের বোতল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।&nbsp;</p> <p>কিন্তু চোর ধরতে এসে বিপাকে পড়ে পুলিশও। হাতে হাতকড়া পরাবেন কী! তখনও নেশার ঘোর কাটেনি চোরের। &nbsp;যেমন তেমন করে হাতকড়া পরানো হলেও বেলা পর্যন্ত চোখ খুলতে পারেনি চোর। ফলে মামলা দায়ের করা হলেও, চোরের বয়ান রেকর্ড করা যায়নি। কখন সম্বিত ফিরবে চোরের, কখন তার বয়ান মিলবে, তার জন্য দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় পুলিশকে।&nbsp;</p> <p>ওই যুবকের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কিন্তু মদের দোকানের মেঝেয় তার অঘোরে ঘুমানোর ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদের দোকানের কর্মীরা জানিয়েছেন, রবিবর রাত ১০টায় দোকান বন্ধ করে বেরিয়ে যান তাঁরা। সোমবার সকালে এসে দেখেন ওই যুবক মেঝেয় পড়ে। &nbsp;ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ দোকানে তাঁর সঙ্গে ঢুকেছিল কি না, জানার চেষ্টা করছে পুলিশ।</p>

from india https://ift.tt/knXuaMA
via IFTTT

Post a Comment

0 Comments