Tamil Nadu Glass Bridge: পায়ের নীচে উত্তাল সমুদ্র, মিলেমিশে একাকার দিগন্ত, কন্যাকুমারীতে দেশের প্রথম কাচের সেতু

<p><strong>চেন্নাই:</strong> বিদেশের ছবি দেখে হা-হুতাশ করার দিন শেষ। আস্ত কাচের সেতু পেয়ে গেল ভারতও। দেশের মধ্যে এই প্রথম বার কাচের সেতু তৈরি হল। তামিলনাড়ুর কন্যাকুমারীতে কাচের সেতুটি তৈরি হয়েছে। সোমবার সেই কাচের সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বিবেকানন্দ স্মৃতিসৌধ থেকে এবং তিরুবল্লুবর স্ট্যাচুকে সংযুক্ত করেছে কাচের সেতুটি। (amil Nadu Glass Bridge)</p> <p>কাচের সেতুটি এককথায় অনবদ্য। ঝকঝকে কাচের নীচে নীল-সাদা সমুদ্র সফেন। দু'চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। আর ক্যামেরা নিয়ে সেতুর উপর উঠলে তো কথাই নেই। স্ট্যালিন নিজে সেতুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। (Viral News)</p> <p>সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, 'বিবেকানন্দ স্মৃতিসৌধ এবং আইয়ান বল্লুবর মূর্তির মাঝে কাচের সেতুটির উদ্বোধন হল'। সোশ্যাল মিডিয়ায় নবনির্মিত কাচের ওই সেতুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেতু উদ্বোধন করে আজ তার উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও পৌঁছন স্ট্যালিন।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">அய்யன் வள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கக் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு,<br /><br />பல்வேறு வகைகளிலும் குறள்நெறி பரப்பும் தகைமையாளர்களுக்குச் சிறப்பு,<br /><br />அறிவார்ந்தோரின் கருத்துச் செறிவுமிக்க பேச்சில் வள்ளுவத்தின் பயன் குறித்த பட்டிமன்றம் - என &ldquo;வள்ளுவம்&hellip; <a href="https://t.co/EmATLQhPLh">pic.twitter.com/EmATLQhPLh</a></p> &mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1873766608264437991?ref_src=twsrc%5Etfw">December 30, 2024</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>দেশের প্রথম কাচের সেতুটি তৈরি করতে ৩৭ কোটি টাকা খরচ হয়েছে। ৭৭ মিটার দীর্ঘ সেতুটির প্রস্থ ১০ মিটার। রাজ্যের দুই জনপ্রিয় স্থানকে সংযুক্ত করেছে ওই সেতু। একদিকে, বিবেকানন্দ স্মৃতিসৌধ, অন্য দিকে ১৩৩ ফুট দীর্ঘ তিরুবল্লুবরের মূর্তি।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Glass bridge, Kanyakumari 😍 semmaya irukku<br /><br />Forward video &amp; credits to respective owner <a href="https://t.co/wdJVLekUfE">pic.twitter.com/wdJVLekUfE</a></p> &mdash; மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@MegamalaiS) <a href="https://twitter.com/MegamalaiS/status/1873952309958603135?ref_src=twsrc%5Etfw">December 31, 2024</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>এতদিন এক জায়গা থেকে অন্যত্র যেতে ফেরি পরিবহণই ছিল ভরসা। কন্যাকুমারী জেটি থেকে ফেরি ধরে পৌঁছতে হতো বিবেকানন্দ স্মৃতিসৌধে। সেখান থেকে আবার তিরুবল্লুবর মূর্তি। কাচের সেতু তৈরি হওয়ার পর, হেঁটে গন্তব্যে পৌঁছনো সম্ভব। এতে সময়ও কম লাগবে। সঙ্গে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Glass Bridge connecting Thiruvallur Statue &amp; Vivekananda Rock Memorial in <a href="https://twitter.com/hashtag/Kanyakumari?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kanyakumari</a>!! 🏗️🌉 <a href="https://t.co/IJFCh0aXuD">pic.twitter.com/IJFCh0aXuD</a></p> &mdash; Chennai Updates (@UpdatesChennai) <a href="https://twitter.com/UpdatesChennai/status/1853413629476937798?ref_src=twsrc%5Etfw">November 4, 2024</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>কাচের সেতুটির উপরের অংশ ধনুকের মতো। সমুদ্রের নোনা বাতাস, প্রতিকূল আবহাওয়াও সেতুটির ক্ষতি করতে পারবে না। এই সেতুর তৈরি হওয়ায়, পর্যটকদের সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে। কন্যাকুমারীকে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল করে তুলতেই এই সেতুর নির্মাণ বলে জানা গিয়েছে।&nbsp;</p>

from india https://ift.tt/yHR5Iem
via IFTTT

Post a Comment

0 Comments