Viral News: ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানে উদ্দাম নাচ, হবু বরের কাণ্ড দেখে অগ্নিশর্মা শ্বশুর, মণ্ডপেই বিয়ে ভেঙে দিলেন

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> বিয়ে করতে গিয়ে উদ্দাম নাচ। এর ফলে বিয়েই ভেস্তে গেল যুবকের। হবু শ্বশুরই বিয়ে ভেস্তে দিল। বলে বুঝিয়েও নিরস্ত করা গেল না শ্বশুরকে। চোখের জলে মণ্ডপ ছাড়তে হল কনেকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলেন ওই ব্যক্তি। ভবিষ্যতেও যাতে মেয়ের সঙ্গে ওই যুবক এবং তাঁর পরিবারের কেউ যোগাযোগ করতে না পারেন, তার জন্য কড়া নির্দেশও দিয়েছেন তিনি। (Viral News)</span></p> <p><span style="font-weight: 400;">দিল্লি থেকে এই ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে বরযাত্রী নিয়ে মণ্ডপে পৌঁছন ওই যুবক। সেই সময় নাচতে হবে বলে জোরাজুরি শুরু করে দেন বন্ধুবান্ধবরা। মাইকে তখন &lsquo;চোলি কে পিছে ক্যায় হ্যায়&rsquo; বাজছে। সেই গানেই কোমর দোলাতে শুরু করেন ওই যুবক। আত্মীয়স্বজনরাও তাঁকে উৎসাহ জোগাতে থাকেন। (Choli Ke Peeche)</span></p> <p><span style="font-weight: 400;">কিন্তু ওই গানে হবু জামাইকে নাচতে দেখে বেজায় চটে যান কনের বাবা। বিয়ে হবে না বলে সটান ঘোষণা করে দেন তিনি। যুবক যে আচরণ করেছেন, তাতে পরিবারের মর্যাদা ধুলোয় মিশে গিয়েছেন বলে জানান। এমন পরিস্থিতিতে হকচকিয়ে যান সকলে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কনের বাবা। অঝোরে মেয়েকে কাঁদতে দেখেও নিজের অবস্থান থেকে সরেননি। ছেলের পরিবারের তরফেও বোঝানোর চেষ্টা হয়। কিন্তু কারও কথাই কানে তোলেননি কনের বাবা। পরিবারকে নিয়ে মণ্ডপ ত্যাগ করেন তিনি।</span></p> <p><span style="font-weight: 400;">পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ওই যুবক এবং তাঁর পরিবারের সঙ্গে কোনও রকম সমঝোতায় আসতে নারাজ কনের বাবা। মেয়ের সঙ্গে ওই যুবক বা তাঁর পরিবারের কেউ যাতে যোগাযোগ করতে না পারেন, সেই মতো কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোনও মতেই ওই পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">এব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন নেটিজেনরা। কারও মতে, কনের বাবা একেবারে ঠিক কাজ করেছেন। এখন কড়া সিদ্ধান্ত না নিলে, ভবিষ্যতে সমস্যায় পড়তে হতো বলে মত তাঁদের। আবার উল্টো অবস্থান নিতেও দেখা গিয়েছে অনেককে। তাঁদের মতে &lsquo;চোলি কে পিছে&rsquo; বাজলে না নাচাই অস্বাভাবিক। নিজের বিয়েতে নাচবেন না-ই বা কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">তবে মণ্ডপে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। গতবছর উত্তরপ্রদেশের চন্দৌলিতে এক যুবক নিজের বিয়ে নিজেই ভেঙে দেন। খাবার পরিবেশনে দেরি হওয়ায় তিতিবিরক্ত হয়ে তিনি বিয়ে ভেঙে দেন বলে জানা যায়। পরদিন আবার নিজের তুতো বোনকে বিয়ে করেন তিনি সেবার কনের পরিবারের লোকজনের তরফে তাঁর বিরুদ্ধে মামলা কর হয়। বিয়ের আয়োজন করতে ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা ওই যুবককে দিতে হবে বলে দাবি জানান তাঁরা।</span></p>

from india https://ift.tt/WtmMac6
via IFTTT

Post a Comment

0 Comments