<p><strong>শ্রীনগর :</strong> মাত্র ৫ দিন আগে বিয়ে হয়েছিল। স্ত্রীকে নিয়ে ছোট্ট একটা ছুটি কাটাতে গিয়েছিলেন। মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন ভূ-স্বর্গ। আর সেখানেই সব শেষ। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তরুণ নৌসেনা অফিসার ২৬ বছরের বিনয় নারওয়াল। হরিয়ানার কার্নালের বাসিন্দা বিনয়ও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার শিকার হয়েছেন। জম্মু-কাশ্মীরে সম্প্রতি যে নারকীয় হত্যালীলা চালিয়েছে সেখানেই প্রাণ হারিয়েছেন এই তরুণ। নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন, কোচিতে পোস্টিং ছিল এই তরুণ অফিসারের। গত ১৬ এপ্রিল বিয়ে করেছেন বিনয়। ১৯ এপ্রিল ছিল রিসেপশন। তারপর স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বিনয়। নতুন জীবনের শুরুতে, আগামী দিনের জন্য সোনালি স্বপ্ন বুনতে গিয়েছিলেন ভূ-স্বর্গের কোলে। আর সেখানেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। জঙ্গিদের গুলিতে নিহত নৌসেনার লেফটেন্যান্ট। </p> <p>জানা গিয়েছে, মাত্র ২ বছর আগে নৌসেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হরিয়ানার যুবক বিনয় নারওয়াল। তাঁর মৃত্যুতে শুধু পরিবার-পরিজন নয়, ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই তাঁদের কাছে। প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা জানিয়েছেন, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল বিনয়ের। সংবাদসংস্থা এএনআই- কে নিহত নৌসেনা অফিসারের এক প্রতিবেশী জানিয়েছেন, মাত্র ক'দিন আগেই বিয়ে হয়েছিল বিনয়ের। সকলেই খুব খুশি ছিলেন। এর মধ্যেই এমন দুঃসংবাদ পেয়ে হতবাক সকলেই। </p> <p>জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এর আগেও একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। পহেলগাঁওতেও জঙ্গিদের নিশানায় পড়েছেন আমআদমি থেকে ভারতীয় সেনা আধিকারিকরা। তবে এবারের জঙ্গি হামলার নৃশংসতা যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। কারণ এবার সাধারণ পর্যটকদের নাম-পরিচয় জিজ্ঞেস করে, কার্যত বেছে বেছে গুলি করে মেরে ফেলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF। </p> <p>ফের একবার সাধারণ মানুষের রক্তে লাল হয় ভূ-স্বর্গ। আর এবার জঙ্গিদের নিশানায় পর্যটকরা। আবারও জম্মু-কাশ্মীরের মাটিতে ছড়িয়ে পড়ল আতঙ্ক, উদ্বেগ, ভয়, চিন্তা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৩ জুলাই থেকে <a title="অমরনাথ" href="https://ift.tt/8tbsXLR" data-type="interlinkingkeywords">অমরনাথ</a> যাত্রা শুরু হওয়ার কথা। তার আগে পর্যটকদের উপর এ হেন জঙ্গি হামলা নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। রিসর্টের লনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একের পর এক লাশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি-ভিডিও দেখলে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বইতে বাধ্য। ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। </p>
from india https://ift.tt/aThP2CB
via IFTTT
0 Comments