Kashmir Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানা, মৃত ২৫ পর্যটক সহ ২৬ ! শ্রীনগরে পৌঁছলেন ভারতীয় সেনাপ্রধান..

<p><strong>নয়াদিল্লি:</strong> পহেলগাঁওয়ে জঙ্গি হানা, মৃত ২৫ পর্যটক সহ ২৬ জন, শ্রীনগরে পৌঁছলেন ভারতীয় সেনাপ্রধান। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর প্রত্যাঘাত চায় ভারত। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান। পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন ভারতীয় সেনাপ্রধান।</p> <p>[yt]https://youtu.be/U31o09TqlLA?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?" href="https://ift.tt/qv6C4My" target="_self">৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/XMKZTPo
via IFTTT

Post a Comment

0 Comments