<p><strong>কলকাতা:</strong> ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ছেলের। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান রিষড়ার পিকে সাউ। জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে আজ ফ্ল্যাগ মিটিং ভারতের।</p> <p>[yt]https://youtu.be/Ld1Dxfh0c5A?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="পাহাড় থেকে গুলির শব্দ, বারুদের গন্ধ এসেছিল হোটেল পর্যন্ত ! কাশ্মীরে গিয়ে বেঁচে যাওয়া বাঙালি পর্যটকরা এখনও আতঙ্কে.." href="https://ift.tt/RhapWmu" target="_self">পাহাড় থেকে গুলির শব্দ, বারুদের গন্ধ এসেছিল হোটেল পর্যন্ত ! কাশ্মীরে গিয়ে বেঁচে যাওয়া বাঙালি পর্যটকরা এখনও আতঙ্কে..</a></p> <p>পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাকিস্তানের হাতে আটক হুগলির বাসিন্দা পিকে সাউ। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক । পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পিকে সাউ। জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের। </p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/qv6C4My
via IFTTT
0 Comments