Bangladesh Unrest: বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়িতে হোটেলে 'নো এন্ট্রি', কেন এই সিদ্ধান্ত ?

<p><strong>কলকাতা:</strong> বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়িতে হোটেলে 'নো এন্ট্রি'। বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ শিলিগুড়ির হোটেল মালিকদের। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত। 'বাংলাদেশে যেভাবে ভারত-বিদ্বেষের জিগির বাড়ছে...শিলিগুড়ি সহ উত্তরপূর্বের ৭ রাজ্যকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত', জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত, জানিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/4ofxaONks9I?si=4MykZxD__f_eRwa9[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?" href="https://ift.tt/wAzcdYR" target="_self">স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/FylN1mj
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh Unrest: বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়িতে হোটেলে 'নো এন্ট্রি', কেন এই সিদ্ধান্ত ?