Bangladesh Unrest: 'আর কোনওদিন বাংলাদেশে শো করতে যাব না', সফর বাতিল করলেন রাশিদপুত্র আরমান খান, ছেলের সিদ্ধান্তে 'গর্বিত' মা

<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:</strong> বেলাগাম বর্বরতা। বেনজির নৈরাজ্য। বাংলাদেশ সফর বাতিল করলেন প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান। ৯ দিনের সফরে ঢাকা ও চট্টগ্রামে গানের ৩টি অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। পদ্মার ওপারে মানবতা থেকে শিল্প-সংসকৃতি-সঙ্গীত যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে সেদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরমান। &nbsp;</p> <p>[yt]https://youtu.be/yiIanyFkSGo?si=WN86JlYGxMLZxIVx[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?" href="https://ift.tt/DARXEnw" target="_self">'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?</a></p> <p>সঙ্গীতশিল্পী আরমান খান বলেন, আমি আর কোনওদিন বাংলাদেশে শো করতে যাব না। মনুষ্যত্বের ওপর আঘাত, সঙ্গীত, শিল্প, সংস্কৃতির ওপর আঘাত, মৌলবাদের অতলে তলিয়ে যাওয়া বাংলাদেশে বর্বরতার এই নির্লজ্জ ছবি। নাড়িয়ে দিয়েছে এপারের এক তরুণ প্রতিভাবান শিল্পীকে। তাঁর অভিঘাত এতটাই তীব্র যে, কাজের জন্য জীবনের প্রথম বাংলাদেশ সফরই বাতিল করেছেন তিনি! বাংলাদেশের হাল দেখে বিষণ্ণ প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান।&nbsp;<br />&nbsp;<br />তিনি নিজেও উচ্চাঙ্গ সঙ্গীতের সাধক। কিংবদন্তি বাবার কাছেই সাধনার হাতেখড়ি। বাবার ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন তিনি। ৯ দিনের সফরে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে গানের ৩টি অনুষ্ঠান করার কথা ছিল আরমান খানের। অক্টোবরেই অনুষ্ঠানের সব ফাইনাল হয়ে গিয়েছিল। প্রথম শো ছিল ২৫ ডিসেম্বর। শেষ শো ছিল ১ জানুয়ারি। কিন্তু সেদেশের হিংসাত্মক ঘটনাক্রম দেখে সফর বাতিল করেছেন তিনি। সঙ্গীতশিল্পী আরমান খান বলেন, যেখানে মনুষ্যত্বের দাম নেই, সেখানে গিয়ে কী করব। আমি সব ধর্ম ফলো করি। আমার বাড়িতে সব কিছুই হয়। প্রয়াত সঙ্গীতশিল্পী রাশিদ খানের স্ত্রী &nbsp;সোমা খান বলেন,আরমান যখন এই সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয়, আমি RK-কেই দেখছি। ও থাকলেও একই সিদ্ধান্ত নিত।&nbsp;</p> <p>বিদ্বেষের বিষে পুড়ছে পদ্মাপারের প্রতিবেশী দেশ। যে দেশের হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই মাটিতেই এখন উন্মত্ত ভারত বিরোধিতার জিগির। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা, 'ইনকিলাব মঞ্চ'-র আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি খুনের পর থেকেই কার্যত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে বাংলাদেশ। কোনও একটা ছুতো পেলেই যেন হল! নেমে আসছে নির্বিচারে হিংসা। সমান্তরাল ভাবে চলছে শিল্প-সংসকৃতির ওপর কট্টরপন্থীদের আঘাত। ছারখার করে দেওয়া হয়েছে ছায়ানট। আছড়ে ভেঙে ফেলা হয়েছে বাদ্যযন্ত্র। পরপর এই ঘটনাক্রমে আরমানের শিল্পীসত্ত্বাই আহত হয়েছে।&nbsp;<br />&nbsp;<br />সঙ্গীতশিল্পী &nbsp;আরমান খান বলেন, আমি বিশ্বাস করি, সঙ্গীত আমার ধর্ম, সঙ্গীত আমার কাজ, সঙ্গীত আমার রুটিরুজি। ছায়ানটে ইনসটরুমেন্ট ভাঙা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বাংলাদেশে গিয়ে শো করব না। প্রয়াত সঙ্গীতশিল্পী রাশিদ খানের স্ত্রী &nbsp;সোমা খান বলেন, ছেলে যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি গর্বিত। আরমান যখন এই সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয়, আমি RK-কেই দেখছি। ও থাকলেও একই সিদ্ধান্ত নিত। কেউ নির্বিচারে ধ্বংস করে কেউ চেতনা আর জাগ্রত বিবেকের মশাল জ্বেলে বাঁচিয়ে রাখে মানবতা, পরধর্ম সহিষ্ণুতা আর সৌহার্দ্য।&nbsp;</p>

from india https://ift.tt/TBzCmVe
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh Unrest: বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়িতে হোটেলে 'নো এন্ট্রি', কেন এই সিদ্ধান্ত ?