Uttar Pradesh News: সরকারি স্কুলে সংবাদপত্র পাঠ এখন বাধ্যতামূলক, নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> সরকারি স্কুলে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। পড়ুয়াদের সাধারণ জ্ঞান যাতে বৃদ্ধি পায়, তাদের ভাষার দক্ষতা যাতে বাড়ে এবং শ্রেণিকক্ষের বাইরে বাস্তব দুনিয়া সম্পর্কে ভাবনাচিন্তার অবকাশ যাতে মেলে, তার জন্যই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। (Newspapers in Schools)</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের সমস্ত সরকারি স্কুলেই সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, সকালে সংবাদপত্র পাঠের মাধ্যমে শুরু হবে পঠনপাঠন। বড় খবরগুলি নিয়ে আলাপ আলোচনা করতে হবে। খবরগুলি বুঝতে পড়ুয়াদের সাহায্য় করবেন শিক্ষক-শিক্ষিকারা। সংবাদপত্র থেকে পড়ুয়ারা রোজ যাতে নতুন পাঁচটি শব্দ শিখতে পারে পড়ুয়ারা, তার জন্য উৎসাহিত করতে হবে সকলকে। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">এতে পড়ুয়ারা যেমন নতুন তথ্য জানতে পারবে, তেমনই সেই নিয়ে আলাপ আলোচনা তাদের কথোপকথনেও দক্ষ করে তুলবে বলে মনে করছে উত্তরপ্রদেশ সরকার। বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশ ঘটবে এর মাধ্যমে। সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সচেতনতা তৈরি হবে তাদের মধ্যে। নিয়মিত সংবাদপত্র পড়লে বিশ্লেষণের ক্ষমতা বাড়বে পড়ুয়াদের, মনে ভাব প্রকাশ করতে পারবে সহজে এবং দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে তারা।&nbsp;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Under the leadership of CM Shri <a href="https://twitter.com/myogiadityanath?ref_src=twsrc%5Etfw">@myogiadityanath</a> ji, Uttar Pradesh is bringing meaningful reforms in school education.<br /><br />Making newspaper reading compulsory in government schools is a forward-looking and appreciable initiative by the UP government. <br /><br />It will keep students updated&hellip; <a href="https://t.co/4tXA1Kf39L">pic.twitter.com/4tXA1Kf39L</a></p> &mdash; Satya Kumar Yadav (@satyakumar_y) <a href="https://twitter.com/satyakumar_y/status/2004510070881788409?ref_src=twsrc%5Etfw">December 26, 2025</a>\</blockquote> <p><span style="font-weight: 400;">ইতিমধ্যেই সরকারি স্কুলগুলিতে রোজ সংবাদপত্র পাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট। বলা হয়েছে, জোরে জোরে খবর পড়ে শোনাবে পড়ুয়ারা। এতে পড়ার প্রতি তাদের ঝোঁক বাড়বে, যুক্তিবাদী ভাবনা অগ্রাধিকার পাবে।</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সম্পাদকীয় লেখানোর উপর বিশেষ জোর দিয়েছেন। প্রতি সপ্তাহে অন্তত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়ুয়াদের সম্পাদকীয় লেখানোর কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, সমাজকল্যাণ, উন্নয়ন নিয়ে আলোচনার ব্যবস্থা করতে বলা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ, খেলা এবং অন্যান্য বিষয়ের উপর খবরাখবর সংগ্রহ করে স্ক্র্যাপবুক তৈরি করতে হবে। পাশাপাশি, সাপ্তাহিক শব্দছক, কুইজ নিয়েও প্রতিযোগিতা হবে পড়ুয়াদের মধ্যে।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">সমস্ত সরকারি স্কুলে সুষ্ঠ ভাবে যাতে এই রীতি চালু হয়, তার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সংবাদপত্র কেনার খরচও বহু করবে তারা।&nbsp;</span></p>

from india https://ift.tt/bFh9soI
via IFTTT

Post a Comment

0 Comments

Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ