<p><strong>নয়াদিল্লি:</strong> Covid 19 এর ঢেউ ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুর-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার চারিদিকে। সূত্র বলছে, সেখানে প্রতি সপ্তাহে ১১ হাজার থেকে ১৪ হাজার ২০০, লাফিয়ে বেড়ে চলেছে Covid Positive Active Case এর সংখ্যা। প্রতিদিন প্রায়, ১০২ থকে ১৩৩ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে ভারতে ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছেন, তাঁদের প্রতি প্রতিনিহিত নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই প্রাথমিক অবস্থায় রয়েছেন। কোনও গুরুতর বিষয় বা অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে হ্যাঁ, কোথাও কিন্তু একবারও বলা হয়নি কোভিড মুক্ত ভারত। কোভিড কিন্তু এখনও যায়নি, সাধারণ মানুষদের সতর্ক করলেন চিকিৎসকেরা। </p> <p>[yt]https://youtu.be/u_3VehDIh8c?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? ক্রমশ ঘনীভূত রহস্য" href="https://ift.tt/JQ0oVLI" target="_self">পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? ক্রমশ ঘনীভূত রহস্য</a></p> <p> </p> <p> </p>
from india https://ift.tt/JZ9xKLa
via IFTTT
0 Comments