Operation Sindoor: Operation Sindoor-এর কৃতিত্ব নিচ্ছেন মোদি? ট্রেনের টিকিটে ছবি ছাপা নিয়ে বিতর্ক, আক্রমণে বিরোধীরা

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor চালানো হয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। দেশের সশস্ত্র বাহিনীর সেই কৃতিত্বে এবার ভাগ বসানোর অভিযোগ উঠছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। ট্রেনের টিকিটে Operation Sindoor-এর প্রতীকী ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপানোয় এমন অভিযোগ তুলছেন বিরোধীরা। (Operation Sindoor)</span></p> <p><span style="font-weight: 400;">ট্রেনের টিকিটেও এই মুহূর্তে Operation Sindoor জায়গা করে নিয়েছে। অনলাইনে কেনা টিকিটে সিঁদুর কৌটো সম্বলিত সেই ছবির পাশে মোদির ছবি রয়েছে, যেখানে কপালে হাত ঠেকিয়ে সেলামরত রয়েছেন তিনি। সেই সঙ্গে লেখা রয়েছে, &lsquo;Operation Sindoor সন্ত্রাসের বিরুদ্ধে নতুন লক্ষ্মণরেখা টেনে দিয়েছে&hellip; এক নতুন উচ্চতা, নতুন মানদণ্ড নির্ধারণ করেছে&rsquo;। নতুন টিকিটের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অনেকেই। আর সেই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। (Narendra Modi)</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">ट्रेन के टिकट पर 'ऑपरेशन सिंदूर' और नरेंद्र मोदी की फोटो छापी जा रही है।<br /><br />'ऑपरेशन सिंदूर' - आतंक के खिलाफ भारत का करारा जवाब था। हमारे जांबाज सैनिकों के शौर्य और पराक्रम की गाथा थी।<br /><br />लेकिन मोदी सरकार ऐसे संवेदनशील मुद्दे पर भी प्रचार करने से बाज नहीं आ रही।<br /><br />इससे पहले भी नरेंद्र&hellip; <a href="https://t.co/6LXtpGFKhc">pic.twitter.com/6LXtpGFKhc</a></p> &mdash; Congress (@INCIndia) <a href="https://twitter.com/INCIndia/status/1924417724236865596?ref_src=twsrc%5Etfw">May 19, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">এর আগে করোনার সময় টিকার শংসাপত্রে মোদির ছবি ছাপা নিয়ে বিতর্ক হয়েছিল। এখন ট্রেনের টিকিটে Operation Sindoor-এর বাণিজ্যিকরণ এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। কংগ্রেসের তরফে লেখা হয়, &lsquo;ট্রেনের টিকিটে Operation Sindoor ও নরেন্দ্র মোদির ছবি ছাপা হচ্ছে। Operation Sindoor-এর মাধ্যমে সন্ত্রাসের গালে থাপ্পড় মেরেছে ভারত। আমাদের বীর সৈনিকরা পরাক্রমের নয়া ইতিহাস রচনা করেছেন। কিন্তু এই সংবেদনশীল বিষয়টি নিয়েও নিজেদের প্রচার থেকে বিরত থাকছে না মোদি সরকার। এর আগে, <a title="করোনা" href="https://ift.tt/WEvUwQl" data-type="interlinkingkeywords">করোনা</a>র সময়ও শংসাপত্র, সারের বস্তা, রেশনের ব্য়াগ এবং বাচ্চাদের স্কুলব্য়াগেও নিজের ছবি ছেপেছেন নরেন্দ্র মোদি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা&rsquo;।</span></p> <p><span style="font-weight: 400;">আম আদমি পার্টি লেখে, &lsquo;সেনা ও Operation Sindoor-এর নামে নিজের প্রচার করছেন মহামানব। ভারতের সশস্ত্র বাহিনী Operation Sindoor চালিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিয়েছে। গোটা দেশ সেনার পাশে দাঁড়িয়েছিল সেই সময়।&nbsp; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন তাতেও নিজের প্রচার ও ছবি ছাপার সুযোগ পেয়ে গিয়েছেন। ট্রেনের টিকিটেও তাঁর ছবি ছাপা হচ্ছে। ছবি যদি ছাপতেই হয়, সেনাপ্রধান, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংহের ছবি ছাপা হোক&rsquo;।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">सेना और ऑपरेशन सिंदूर के नाम पर अपना प्रचार कर रहे महामानव‼️<br /><br />भारतीय सशस्त्र बलों ने ऑपरेशन सिंदूर चलाकर पाकिस्तानी आतंकवादियों को कड़ा सबक सिखाया। इस दौरान पूरा देश अपनी सेनाओं के साथ खड़ा रहा। <br /><br />अब प्रधानमंत्री नरेंद्र मोदी ने इसमें भी अपने प्रचार और छपास का मौका ढूंढ़ लिया है।&hellip; <a href="https://t.co/eddqC8Yx1q">pic.twitter.com/eddqC8Yx1q</a></p> &mdash; AAP (@AamAadmiParty) <a href="https://twitter.com/AamAadmiParty/status/1924357788408418564?ref_src=twsrc%5Etfw">May 19, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">সংবাদ সংস্থা পিটিআই রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর তথা তথ্য় ও প্রচার বিভাগের আধিকারিক দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, &ldquo;সম্মানীয় প্রধানমন্ত্রী Operation Sindoor-এর নায়কদের সেলাম জানাচ্ছেন, অভিযানের সাফল্য উদযাপন করছেন।&rdquo; IRCTC-র জনসংযোগ আধিকারিক ভিকে ভাট্টি জানিয়েছেন, মানুষকে বার্তা দিতেই এই&nbsp; পদক্ষেপ করা হয়েছে। কিন্তু বিরোধীদের সাফ যুক্তি, Operation Sindoor-এর কৃতিত্ব দাবি করে নিজের প্রচার করছেন মোদি। এমনকি দেশ জুড়ে বিজেপি যে &lsquo;তিরঙ্গা যাত্রা&lsquo;র আয়োজন করেছে, বিশেষ কর ভোটমুখী বিহার এবং অন্য রাজ্যগুলিতে যেভাবে রাস্তায় নামছে তারা, তাতে সেনাকে জেলাম জানানো নয়, সেনার কৃতিত্ব ভাঙিয়ে ভোট ঘরে তোলাই লক্ষ্য বলে অভিযোগ বিরোধীদের।</span></p>

from india https://ift.tt/wZC6Wtv
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi in Japan : 'কখনও হাল না ছাড়া গুণে সমৃদ্ধ', প্রধানমন্ত্রী মোদিকে দারুমা পুতুল উপহার জাপানে; কী এটি ?