<p><strong>নয়াদিল্লি:</strong> বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের পরাজয়ের সঙ্গে সঙ্গেই দলের অন্দরে ঝামেলার খবর সামনে উঠে এসেছিল। অনেকেই এর সঙ্গে চ্যাপেল-সৌরভ গঙ্গোপাধ্যায় বা <a title="কোহলি" href="https://ift.tt/38NXFDQ" data-type="interlinkingkeywords">কোহলি</a>-কুম্বলে জমানার মিল খুঁজে পাচ্ছিলেন। তবে রোহিত শর্মার সঙ্গে একেবারেই তাঁর কোনওরকম বিভেদ নেই এবং পুরোটাই রটানো বলে ABP Network India at 2047-এর সম্মেলনে জানান গৌতম গম্ভীর।</p> <p>ভারতীয় ওয়ান ডে এবং টেস্ট অধিনায়ক প্রসঙ্গে পুরুষ দলের কোচ বলেন, 'এইসব গুজব সোশ্যাল মিডিয়া এবং কিছু তথাকথিত প্রাক্তনী নিজেদের ইউটিউব চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য বলেছেন। দুই মাস আগেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, তারপরেও এইসব প্রশ্ন উঠছে, আমরা যদি না জিততাম, তাহলে যে কী হত। দুই মাস আগেই একজন কোচ ও অধিনায়ক মিলিতভাবে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেছে, তারপরেও এই প্রশ্নগুলো করা হচ্ছে।'</p> <p>গম্ভীর আরও যোগ করেন, 'আমি মানুষ হিসাবে ওকে সম্মান করি, ভারতীয় ক্রিকেটের জন্য ও যা করেছে, সেটাকে সম্মান করি এবং সেটা আজীবন করব। রোহিতের জন্য আমার কাছে সবসময়ই প্রচুর সময় থাকে। আর এটা কিন্তু নতুন কিছু নয়, ও যখন এক তরুণ ক্রিকেটার হিসাবে সাজঘরে প্রথমবার এসেছিল, তখন থেকে আমাদের সম্পর্ক এমনই ছিল। যারা টিআরপি বাড়ানোর জন্য এসব গুজব ছড়াচ্ছেন, তাঁদের একটু হোমওয়ার্ক করার প্রয়োজন।'</p> <p>তবে</p>
from india https://ift.tt/sk1XQPc
via IFTTT
0 Comments