<p><strong>নয়াদিল্লি:</strong> ফের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার! এবার উত্তরপ্রদেশে পাক চর সন্দেহে গ্রেফতার যুবক। রামপুরের বাসিন্দা শাহজাদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ STF। ভারত-পাক সীমান্তে চোরাচালানের মাধ্যমে ISI এজেন্টদের তথ্য পাচারের অভিযোগ শাহজাদের বিরুদ্ধে। ভারতে গুপ্তচরবৃত্তির জন্য উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানে লোক পাঠাত সাজ্জাদ: সূত্র। কী কী তথ্য পাচার, জানতে জিজ্ঞাসাবাদ STF-এর। </p> <p>আরও পড়ুন, <a title="গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ! বঙ্গবন্ধুর অটোবায়োগ্রাফিতে হাসিনার ভূমিকায় করেছিলেন অভিনয়.." href="https://ift.tt/Tmf93nX" target="_self">গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ! বঙ্গবন্ধুর অটোবায়োগ্রাফিতে হাসিনার ভূমিকায় করেছিলেন অভিনয়..</a></p> <p>[yt]https://youtu.be/yPF9VHdmiSY?feature=shared[/yt]</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/HGUxae3
via IFTTT
0 Comments