<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> গভীর রাত থেকে সকাল পর্যন্ত পর পর ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে। রবিবার সকালে আবার কম্পনে ঘুম ভাঙে ভারতের অরুণাচলপ্রদেশের। তবে পর পর ঘটলেও, দুইয়ের মধ্যে এখনও কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে এই নিয়ে পর পর দু’দিন ভূমিকম্প হল অরুণাচলপ্রদেশে। তবে হতাহত এবং ক্ষয়ক্ষয়তির খবর নেই এখনও পর্যন্ত। (Earthquake in Arunachal Pradesh)</span></p> <p><span style="font-weight: 400;">রবিবার ভোরে অরুণাচলপ্রদেশের ঘুম ভাঙে ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ভোর ৫টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয় সেখানে। National Center for Seismology জানিয়েছে, কম্পনের উৎসস্থল ডিবাং ভ্যালির মাটির নীচে, ১০ কিলোমিটার গভীরের এলাকা। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। (Earthquake in Indonesia)</span></p> <p><span style="font-weight: 400;">একদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ। শনিবারও ডিবাং ভ্যালি সংলগ্ন এলাকাতেই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। মাটির নীচে, ১২ কিলোমিটার গভীর এলাকা থেকে সেবার কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। </span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">An earthquake with a magnitude of 3.8 on the Richter Scale hit Dibang Valley, Arunachal Pradesh at 05:06:33 IST today: National Center for Seismology <a href="https://t.co/n7NntxFpKY">pic.twitter.com/n7NntxFpKY</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1923892529457516899?ref_src=twsrc%5Etfw">May 18, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">অন্য দিকে, শনি-রবির গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তরের সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬। রাত ২টো বেজে ৫০ মিনিটে দুলে ওঠে সুমাত্রা দ্বীপ। মাটির নীচে, প্রায় ৫৮ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। আতঙ্কে রাতেই বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।</span></p> <p><span style="font-weight: 400;">গত কয়েকদিনে পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে একাধিক দেশ। শনিবারই ৫.৪ তীব্রতায় কেঁপে ওঠে মায়ানমার। শনিবার ভূমিকম্প হয় আফগানিস্তানেও। শুক্রবার আবার তীব্র কম্পন অনুভূত হয় চিনে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫।</span></p>
from india https://ift.tt/oKnU1eH
via IFTTT
0 Comments