Satellite Phone Issue: ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্যাটেলাইট ফোন রেখেছিলেন, আমেরিকার চিকিৎসককে বিমানে উঠতে বাধা পুদুচেরি বিমানবন্দরে

<p><strong>পুদুচেরি :</strong> সঙ্গে ছিল স্যাটেলাইট ফোন। তাই পুদুচেরি বিমানবন্দরে আটকে দেওয়া হল আমেরিকার এক চোখের ডাক্তারকে। পুদুচেরি বিমানবন্দরে ৩২ বছরের ওই চিকিৎসকের বিমান ওঠা আটকে দেওয়া হয়। চিকিৎসকের নাম রাশেল অ্যান স্কট। অরবিন্দ আই হসপিটালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয়শাসিত ওই অঞ্চলে গিয়েছিলেন তিনি। এমনই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের। ফেরার পথে তিনি ইরিডিয়াম স্যাটেলাইট ফোন রেখেছিলেন নিজের সঙ্গে। ওই মহিলা চিকিৎসক শুধু পুদুচেরিই নয়, তামিলনাড়ুর মাদুরাই এবং আরও অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন। সেইসব জায়গার নাম এখনও জানা যায়নি। পুদুচেরি বিমানবন্দরে তল্লাশির সময় তাঁর কাছে স্যাটেলাইট ফোন মেলায় তাঁকে হায়দরাবাদগামী বিমানে উঠতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনাটি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।</p> <p>Department of Telecommunications-এর আগাম অনুমতি ছাড়া Thuraya বা Iridium &nbsp;স্যাটেলাইট ফোন সঙ্গে রাখা যায় না ভারতে। কারণ, এগুলি এই দেশে নিষিদ্ধ। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এই মর্মে ভারতের সমস্ত বিমান সংস্থাকে বিমানের মধ্যে এই সংক্রান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করার এবং বিদেশি অফিস ও বিমানের মধ্যে ম্যাগাজিনের মাধ্যমে এ বিষয়ে যাত্রীদের অবহিত করার নির্দেশ দিয়েছে। তাই, বিদেশি নাগরিক-সহ ভ্রমণকারীদের লিখিত অনুমোদন ছাড়া এই ধরনের ডিভাইস বহন বা ব্যবহার করা অনুচিত কাজ। কারণ, অননুমোদিত স্যাটেলাইট ফোন বাজেয়াপ্ত করা হবে এবং বাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই মর্মে ইংল্যান্ডের তরফে সম্প্রতি তাদের ভ্রমণ সংক্রান্ত উপদেশাবলীতে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে নাগরিকদের সতর্ক করা হয়েছে যে ভারতে স্যাটেলাইট ফোন বহন করলে তাঁদের জরিমানা বা গ্রেফতার করা হতে পারে।</p>

from india https://ift.tt/cGn0YSD
via IFTTT

Post a Comment

0 Comments