<p><span style="font-weight: 400;"><strong>সুরত:</strong> কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। সীমান্ত এলাকার পাশাপাশি, সাগরেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। আর সেই আবহেই INS Surat যুদ্ধজাহাজ গুজরাতে ঢুকল। গুজরাতের সুরতের নামেই নামকরণ জাহাজটির। আপাতত আদানি পোর্টস এবং SEZ Limited-এর হজীরা বন্দরে নোঙর করা হয়েছে। জাহাটিকে ঘিরে কৌতূহল বাড়ছে স্থানীয়দের। (INS Surat)</span></p> <p><span style="font-weight: 400;">ঘটনাচক্রে গুজরাতের প্রতিষ্ঠা দিবসেই রাজ্যে প্রবেশ করেছে INS Surat যুদ্ধজাহাজ। আগামী দু’দিন হজীরা বন্দরেই মোতায়েন থাকবে জাহাজটি। এদিন জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত হন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। সেখানে জাহাজটিকে জল-সেলামও দেওয়া হয়। কাছ থেকে যুদ্ধজাহাজটিকে দেখার সুযোগ পান সকলে। ভারতীয় নৌবাহিনীর হাতে 15B সিরিজের যত যুদ্ধজাহাজ আছে, INS Surat তার মধ্যে চতুর্থ। এ বছর জানুয়ারি মাসে মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই জাহাজটিকে নৌবাহিনীর হাতে তুলে দেন। (India-Pakistan Conflict)</span></p> <p><span style="font-weight: 400;">INS Surat একটি Stealth Guided Missile Destroyer, অর্থাৎ জাহাজটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে শত্রুপক্ষের রেডারে সহজে ধরা পড়বে না। পাশাপাশি, একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যে উড়ে গিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম। INS Surat-এর ওজন ৭ হাজার ৪০০ টন। জাহাজের দৈর্ঘ্য ১৬৪ মিটার। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এই যুদ্ধজাহাজ।</span></p> <p><span style="font-weight: 400;">ভারতীয় নৌবাহিবীর Warship Design Bureau জাহাজটির নকশা প্রস্তুত করেছে। জাহাজে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি রয়েছে। দেশীয় প্রযুক্তির পাশাপাশি, আন্তর্জাতিক স্তর থেকেও মিলেছে সাহায্য। পাশাপাশি, চেতক, ALH, Sea King, MH-60R-এর মতো জাহাজ যুদ্ধজাহাজের উপর ওঠানামা করতে পারে। দিন-রাতের কোনও বালাই নেই, ২৪ ঘণ্টা সচল থাকে এই যুদ্ধজাহাজ।</span></p> <p><span style="font-weight: 400;">INS Surat যুদ্ধজাহাজটির প্রতীকচিহ্নে রয়েছে হজীরার লাইটহাউস এবং গির অরণ্যের সিংহের ছবি। </span><span style="font-weight: 400;">১৮৩৬ সালে হজীরা লাইটহাউসটি তৈরি হয়। সেটি সমুদ্রের ‘চৌকিদারে’র ভূমিকা পালন করে। আর গির অরণ্যের সিংহ আগ্রাসন, বলিষ্ঠতার প্রতীক। সেখানে আগামী দু’দিন জাহাজটিকে দেখার সুযোগ পাবেন সকলে।</span></p> <p><span style="font-weight: 400;">অন্য দিকে, </span><span style="font-weight: 400;">পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কয়েক দিন আগেই আরব সাগরে মহড়া দেয় ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী INS Surat যুদ্ধজাহাজটি। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেখানে। ভারতীয় নৌবাহিনীর তরফে আরব সাগরে নতুন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। আগামী ৩মে পর্যন্ত গুজরাত লাগোয়া আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজ এবং সমুদ্র উপকূল থেকে গুলিবর্ষণের মহড়া চলবে। পাক নৌবাহিনীও ২মে পর্যন্ত তাদের জলসীমানায় ফায়ার ড্রিল করছে।</span></p>
from india https://ift.tt/9og31li
via IFTTT
0 Comments