<p><strong>নয়াদিল্লি:</strong>আমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শান্তি কামনায়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে বিশেষ প্রার্থনা করা হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। প্রিয়জনকে হারিয়েছেন যারা, তাঁদের মানসিক শক্তি দেওয়ার জন্য বিশেষ মুকুন্দানন্দ গিরির নেতৃত্বে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি পুজোও করা হয়েছে বদ্রীনাথ ধামে। এই ঘটনা স্বামীজি মুকুন্দানন্দ গিরি জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাধু সন্তদের মনে প্রভাব পড়েছে। সকলেই মর্মাহত।</p> <p>[yt]https://youtu.be/2EOzCCcs3IE?si=v13hTGEN2NPsjlv9[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'আকাশে ওঠার পর জানলা দিয়ে দেখি, একটা অংশ বারবার নীচে যাচ্ছে..' ! দুর্ঘটনার আগে ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর" href="https://ift.tt/BE4QTFJ" target="_self"> 'আকাশে ওঠার পর জানলা দিয়ে দেখি, একটা অংশ বারবার নীচে যাচ্ছে..' ! দুর্ঘটনার আগে ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর</a></p>
from india https://ift.tt/QN2s8da
via IFTTT
0 Comments