DY Chandrachud: অবসরের পর নতুন ভূমিকায়, প্রাক্তন CJI ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে

<p><strong>নয়াদিল্লি:</strong> সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর কার্যকাল নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর কার্যকাল নিয়ে কাটাছেঁড়া হয়ে চলেছে আজও। সেই আবহেই নয়া দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রী ডিওয়াই চন্দ্রচূড়। জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা Wintershall এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা স্থাপনের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের&nbsp; ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। (DY Chandrachud)</p> <p>সোভিয়েত ইউনিয়নের মোকাবিলায় ইউরোপের সংস্থাগুলিকে রক্ষা করতে নয়ের দশকে আন্তর্জাতিক জ্বালানি শক্তি সংক্রান্ত সনদ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায়&nbsp; পারস্পরিক সহযোগিতায় জার্মানির সংস্থা Witershall এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলছে। আর তাতেই একেবারে নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে গেলেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। (Supreme Court Justice)</p> <p>২০২৪ সালের নভেম্বর মাসে <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/Pg6CBtl" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। সাংবিধানিক আইন এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান থাকার জন্য সমাদৃত ছিলে তিনি। আর তার দরুণই তিনি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগ ক্ষেত্রে আইনজ্ঞদের বেশ কদর রয়েছে। বিভিন্ন দেশ থেকেই জ্ঞানীগুণীদের বেছে নেওয়া হয়। সেই তালিকায় এবার নাম উঠল প্রাক্তন CJI চন্দ্রচূড়ের।</p> <p>প্রাক্তন CJI চন্দ্রচূড় যে পদ পেলেন, তার পোশাকি নাম Appointing Authority. সেটি Permanent Court of Arbitration-এর অধীনে পড়ে। বিনিয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে আইনি জটিলতা দেখা দিলে, তার সমাধান সূত্র বের করে Permanent Court of Arbitration. এতদিন Appointing Authority হিসেবে কাজ সামলাচ্ছিলেন এডুয়ার্ডো সিকুইরোজ। গত ২২ মে তিনি পদ থেকে ইস্তফা দেন। সেই পদে এবার অধিষ্ঠিত হলেন প্রাক্তন CJI চন্দ্রচূড়।&nbsp;</p> <p>সম্প্রতি, ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে 'Distinguished Professor' হিসেবেও নিযুক্ত হন প্রাক্তন CJI চন্দ্রচূড়।&nbsp; ভাইস চ্যান্সেলর জিএস বাজপাই জানান, আইন শিক্ষায় তাঁদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক মনস্ক বিচারপতিকে পেলে আইন শিক্ষার ভিত আরও মজবুত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। জানা যায়, NLU-তে Centre for Constitutional Studies বিভাগ তৈরি করা হবে, যেখানে গবেষণার সব কিছু দেখবেন প্রাক্তন CJI চন্দ্রচূড়।&nbsp;</p> <p>সুপ্রিম কোর্টের অযোধ্যার রামজন্মভূমি মামলা থেকে সমলিঙ্গের সম্পর্ককে অপরাধ মুক্তকরণ, গোপনীয়তার অধিকার রক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়ে যুক্ত ছিলেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। কিন্তু কার্যকালের শেষ দিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ মামলার বণ্টন থেকে কিছু মামলায় তাঁর করা মন্তব্য, কম কাটাছেঁড়া হয়নি। সেই আবহেই এবার গুরুত্বপূর্ণ পদ পেলেন।&nbsp;</p>

from india https://ift.tt/VTGF4zZ
via IFTTT

Post a Comment

0 Comments