Goa News: 'জনসমক্ষে ক্ষমা চাইতে হবে মন্ত্রীকে, অন্যথা আমরা ধর্মঘটের পথে হাঁটব', স্পষ্ট বার্তা ভর্ৎসিত চিকিৎসকের

<p><strong>বাম্বোলিম (গোয়া) :</strong> "জনসমক্ষে ক্ষমা চাইতে হবে মন্ত্রীকে। ক্যাজুয়ালটি বিভাগে এসে ক্ষমা চাইতে হবে। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা ধর্মঘটের পথে হাঁটতে পারি।" জানিয়ে দিলেন মন্ত্রীর কাছে ভর্ৎসিত চিকিৎসক তথা গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার রুদ্রেশ কুট্টিকার। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে তাঁকে ভর্ৎসনা করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে সকলের সামনে একই জায়গায় ক্ষমা চাওয়ার দাবি জানালেন ওই সিনিয়র চিকিৎসক। ক্যাজুয়ালটি বিভাগেই মন্ত্রী তাঁকে অপমান করেন বলে অভিযোগ।&nbsp;</p> <p>এই ঘটনায় চিকিৎসকের পাশে এসে দাঁড়িয়েছে গোয়া অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টর্স। তারপরেই ধর্মঘটের হুঁশিয়ারি দেন ওই সিনিয়র চিকিৎসক। কুট্টিকার জানিয়েছেন, জরুরি বিভাগে B12 ইনজেকশন চাইতে আসা একজনকে বহির্বিভাগে (OPD) যাওয়ার জন্য বলার পর ঘটনাটি তীব্র হয়ে ওঠে। চিকিৎসকের কথায়, "কারো এক আত্মীয় B12 ইঞ্জেকশন চাইতে এলে ৭ জুন ওই ঘটনা ঘটে। এটা ইমার্জেন্সি ইঞ্জেকশন ছিল না। আমরা বলেছিলাম, আপনাকে OPD-তে যেতে হবে।" এই ঘটনা নিয়ে আগেই ক্ষমা চেয়েছিলেন মন্ত্রী। সেই ক্ষমাপ্রার্থনা খারিজ করে ওই চিকিৎসক এটাকে "লোকদেখানো ক্ষমাপ্রার্থনা" বলেছেন। যেখানে ঘটনা ঘটেছিল সেখানে ক্ষমা চাইতে হবে বলে স্পষ্ট দাবি জানিয়েছেন তিনি। জনগণের সামনে মন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তিনি।</p> <p>চিকিৎসক বলেন, "আমি ভিডিওটা (মন্ত্রীর ক্ষমা চাওয়ার) দেখেছি, কিন্তু ওটা লোকদেখানো ক্ষমাপ্রার্থনা। সকল চিকিৎসক চাইছেন, যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে একটা ক্ষমাপ্রার্থনা প্রয়োজন। সকলের সামনে এটা ঘটনা উচিত। যেভাবে আমাকে অপমানের ভিডিও ভাইরাল হয়েছে। একই জিনিসও ভাইরাল হতে হবে, কারণ ওইদিন আমাকে সম্পূর্ণ অপমান করা হয়েছিল। আমি চাই, সকলে ওঁর ক্ষমা চাওয়ার কথা জানুন।" আবাসিক ডাক্তারদের দাবির বিষয়ে বলতে গিয়ে, গোয়া মেডিক্যাল কলেজের ডিন এসএম বান্দেকর এএনআইকে জানান যে, তিনি রাজ্য স্বাস্থ্য মন্ত্রককে ডাক্তারদের দাবি সম্পর্কে অবহিত করেছেন এবং প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তাছাড়া, হাসপাতাল সম্মত হয়েছে যে রোগীর চিকিৎসার এলাকায় ভিডিওগ্রাফি নিষিদ্ধ করতে হবে।</p> <p>তাঁর সংযোজন, "ডাক্তারকে বরখাস্ত করার কোনও নির্দেশ দেওয়া হয়নি, এবং কোনও তদন্তও হয়নি। আমি তাঁদের আশ্বস্ত করেছি যে বরখাস্ত করা হয়নি। দ্বিতীয় দাবি হল (স্বাস্থ্য) মন্ত্রী এবং মন্ত্রণালয়ের জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত। আমি তাঁদের চিঠি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেছি, এবং আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে উত্তরের জন্য অপেক্ষা করছি। তাঁরা যে তৃতীয় দাবিটি করেছেন তা হল, রোগীর চিকিৎসার জায়গায় কোনও ভিডিওগ্রাফি করা উচিত নয়, আমরা এতেও একমত। তাঁরা আরও চান যে সেদিন (গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর সফরের সময়) যে ব্যক্তি ভিডিওটি করেছিলেন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক, আমরা সেই ব্যক্তিকে শনাক্ত করব।"</p>

from india https://ift.tt/xwvmqNi
via IFTTT

Post a Comment

0 Comments