<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দিল্লিতে (New Delhi) ফের হাড় হিম হত্যাকাণ্ড! নাবালিকাকে ধর্ষণ করে খুন! ব্রিফকেসে মিলল দেহ। নেহরু বিহারে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন! প্রতিবেশীর বন্ধ বাড়িতে ব্রিফকেসে নাবালিকার দেহ। গতকাল আত্মীয়ের কাছ থেকে বরফ আনতে গিয়ে নিখোঁজ, দাবি পরিবারের। বন্ধ বাড়ির দরজা ভেঙে ব্রিফকেস থেকে উদ্ধার নাবালিকার দেহ। শিশুর দেহে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন, জানাল দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ CFSL-এর টিমের। ফেরার প্রতিবেশী, অভিযুক্তকে ধরতে পুলিশের বিশেষ দল। </p> <p style="text-align: justify;">এদিকে, উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায়। শাহেনশাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনল পুলিশ। ১০ দিন পার এখনও খোঁজ মেলেনি নাবালকের। মুম্বই থেকে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেনশাহকে। ঘটনা সামনে আসতেই মুম্বই পালায় শাহেনশাহ। মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর। </p> <p style="text-align: justify;">কারখানার অন্দরে নাবালককে উল্টো ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ২ দিনের মাথায় ৫ জনকে গ্রেফতার করা হলেও, এই ঘটনায় এখনও নিখোঁজ ওই নাবালক। ইতিমধ্যেই, নিখোঁজ ওই নাবালকের হদিশ পেতে থানা ও হাসপাতালে নাবালকের ডিজিটাল ছবির কপি জমা করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাহ সহ ৩জনকে মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এল পুলিশ। </p> <p style="text-align: justify;">মহেশতলায় নাবালক নির্যাতন থেকে কালনার বাঙালি নাবালককে গুজরাতে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। এইসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই, কোন্নগরে অন্য়ের গাছ থেকে আম পাড়ার অভিযোগে নাবালকের ওপর নির্মম অত্য়াচারের অভিযোগ উঠল। এর মধ্য়েই কালনার নাবালকের ঘটনাকে হাতিয়ারি করে সরব হয়েছে বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।</p> <p style="text-align: justify;">সম্প্রতি গুজরাতের রাজকোটে কাজে গিয়ে ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয়েছে কালনার এক নাবালককেও। খাবার নষ্টের অভিযোগে ওই নাবালকের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। অত্যাচারের সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে যায়। </p> <p style="text-align: justify;"><strong>অন্যান্য খবর</strong></p> <p style="text-align: justify;">গতকাল শনিবার খড়দহর একটি খবর প্রকাশ্যে এসেছিল। কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে খড়দার তরুণীকে মাসের পরে মাস আটকে রেখে নারকীয় নির্যাতন করার অভিযোগ। অভিযুক্ত ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খান নামে এক যুবক। আরিয়ান ও তাঁর পরিবারের নামে খড়দা থানায় অভিযোগ দায়ের। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পলাতক। সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন নির্যাতিতা। </p>
from india https://ift.tt/hdIAk42
via IFTTT
0 Comments