<p><strong>নয়াদিল্লি:</strong> উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার। দেহরাদূণ থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে গায়েব হয়ে যায়। পরিণতি আঁচ করে সেই থেকেই উদ্বেগ ছড়িয়েছিল। আর তার কিছু ক্ষণ পরই জানা যায়, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে সওয়ার সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। (Uttarakhand Chopper Crash)</p> <p>স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। কপ্টারের পাইলটও মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। (Helicopter Crash in Uttarakhand)</p> <p>দুর্ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে পাহাড়ের ঢালে কপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশে। এই কেদারনাথ রুটে আগেও দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টার। অতি সম্প্রতিই একটি হেলিকপ্টার জরুরি অবস্থায় অবতরণ করে উত্তরাখণ্ডের রাস্তায়। </p> <p>রবিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি আরিয়ান এভিয়েশন সংস্থার বলে জানা গিয়েছে। কেদারনাথ রুটে বেসরকারি সংস্থার হেলিকপ্টারের উড়ান নিয়ে বরাবর প্রশ্ন উঠছিল। বহন ক্ষমতার চেয়ে বেশি সংখ্যায় পুণ্য়ার্থী তোলা হচ্ছে হেলিকপ্টারে, নিরাপত্তার পরোয়া না করে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ দেখা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চারধাম যাত্রাকে ঘিরে হেলিকপ্টার পরিষেবা শুরু হলেও, বেসরকারি সংস্থাগুলির উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই বলেও অভিযোগ রয়েছে। </p>
from india https://ift.tt/LW2Z1TP
via IFTTT
0 Comments