<p><strong>কলকাতা:</strong> 'আর জি কর আন্দোলনের অপমৃত্যু', নাম না করে আন্দোলনকারীদেরই নিশানা শুভেন্দুর। তিনি বলেন, 'আন্দোলন ছিল অভয়াকে বিচার পাইয়ে দেওয়া। আপনার সেই আন্দোলনের দিক পরিবর্তন করে দিলেন। স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙার দাবি তুললেন। এটা জনগণের দাবি নয়, এটা আপনাদের পেশার দাবি। যাঁর বিরুদ্ধে আন্দোলন তিনি এখনও নিজের জায়গায় অনড়। তিনি মাথা নত করেননি, আপনারা তাঁর বাড়িতে আলোচনা করতে চেলে গেলেন। অরাজনৈতিক তকমা দিতে প্রধান বিরোধী দলকেই আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। এই সব করিয়েছেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/mnipBo9" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>', আক্রমণ <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/Hd4k8qu" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র। </p> <p>[yt]https://youtu.be/kES4rdVhw9Q?si=0QlyTZDNy2ztoBPD[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি..', শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ" href="https://ift.tt/28zrgvH" target="_self">'পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি..', শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) </p>
from india https://ift.tt/HmUcLGW
via IFTTT
0 Comments