PM Modi: TMC নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে : প্রধানমন্ত্রী মোদি

<p><strong>কলকাতা :</strong> একদিকে ওড়িশা-সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/bxBfKs6" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। গতকালই মমতা প্রশ্ন তোলেন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?' বলতে গেলে গত কয়েকদিন ধরেই এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবাণ ছোড়াছুড়ি চলছে। এহেন পরিস্থিতিতেই আজ রাজ্যে এসে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন, 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে।'</p> <p>[yt]https://youtu.be/5Vw93DamFDk?si=IJ4DmX6FsW511eeL[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী মোদি" href="https://ift.tt/ScEaKfQ" target="_self">তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী মোদি</a></p> <p>এদিন দুর্গাপুরের সভায় এসে মোদি বলেন 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।'</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/aj9tkpF
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh News: পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙলেন VHP-র প্রতিবাদীরা, বাংলাদেশ হাই কমিশনের বাইরে উত্তেজনা চরমে