Bangladesh News: পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙলেন VHP-র প্রতিবাদীরা, বাংলাদেশ হাই কমিশনের বাইরে উত্তেজনা চরমে

<p><strong>নয়াদিল্লি :</strong> দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে চরম উত্তেজনা। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে এদিন সেখানে জমায়েত করে বিশ্ব হিন্দু পরিষদ। তারা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ওই ঘটনার ব্যাখ্যা দাবি করে। নিরাপত্তাবাহিনী তাঁদের আটকে দেয়। এরমধ্যে কেউ কেউ ভিতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেয় নিরাপত্তাবাহিনী। সেই সময় VHP-র প্রতিবাদীরা পুলিশে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। কিন্তু, পুলিশ ও আধা-সামরিকবাহিনীর বিভিন্ন স্তরীয় নিরাপত্তাবাহিনী থাকায় তাঁদের আটকে দেওয়া যায়। সেইসময় বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ান প্রতিবাদীরা। &nbsp;&nbsp;</p> <p>বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে এদিন স্লোগান তুলে মিছিল করে সর্বভারতীয় হিন্দি বাঙালি সংগঠন, ভিএইচপি ও বজরং দল। দুর্গাবাঈ দেশমুখ সাউথ ক্যাম্পাস মেট্রো স্টেশনে কাছে প্রতিবাদ জানায় তারা। বিশাল সংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তার ব্যারিকেড ঠেলতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় প্রতিবাদীরা স্লোগান তোলে 'ভারত মাতা কি জয়', 'ইউনূস সরকার হোশ মে আও' এবং 'হিন্দু হত্যা বন্ধ করো।' এক প্রতিবাদী চিৎকার করে বলেন, "হিন্দুদের হত্যা করা হচ্ছে। এই দেশ ভগবান রামের। এই দেশ ভগবান কৃষ্ণের। আমরা এখানে কাউকে হত্যা করি না, কিন্তু আমাদের বোন-মেয়েদের মর্যাদা এখন বিপদে।"</p> <p><strong>প্রেক্ষাপট</strong></p> <p>নৈরাজ্যের বাংলাদেশে উন্মত্ত দুর্বৃত্তরা পিটিয়ে খুন করেছে ময়মনসিংহের ভালুকার বাসিন্দা দীপুচন্দ্র দাসকে। নারকীয়ভাবে হত্যার পর সবার চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহ। অভিযোগ উঠেছে, গোটা ঘটনাই হয়েছে ভালুকা থানার পুলিশের সামনেই। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন দীপু। ময়মনসিংহের ভালুকায় ভাড়াবাড়িতে থাকতেন। হাসিনা-বিরোধী ছাত্রনেতা শারিফ ওসমান হাদির খুনের জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশজুড়ে নৈরাজ্য়ের আগুন জ্বলতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায়, রাত ৯টা নাগাদ বিক্ষোভের মাঝে পড়ে যান দীপু দাস। তাঁকে পিটিয়ে খুন করে দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। নারকীয় এই ঘটনায় দেড় বছরের ছেলেকে নিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন নিহত দীপু দাসের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অকূলপাথারে দীপু দাসের বাবা-মা, ভাইয়েরাও।</p> <p>বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল করলেন সাধু-সন্তরা। শঙ্খনাদের মধ্যে দিয়ে...ত্রিশুল হাতে, গেরুয়া পতাকা নিয়ে শুরু হয় মিছিল। তাতে পা মেলালেন&nbsp;<a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/kbjTQlE" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>-সহ একাধিক বিজেপি বিধায়ক। নিজাম প্যালেস থেকে শুরু হয়ে, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্দেশে এগোয় মিছিল। বেগবাগান মোড়ে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে, সেখানেই রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা।</p> <p>দীপু দাসের হত্যার প্রতিবাদে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও মিছিল করে বিশ্বহিন্দু পরিষদ-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বাংলাদেশের ভিসা অফিসের পোস্টার খুলে মাটিতে ফেলে দেওয়া হয়। প্রতিবাদ মিছিল হয় হুগলিতেও। ব্যান্ডেল থেকে চুঁচুড়া রবীন্দ্রনগর পর্যন্ত প্রতিবাদ মিছিল করে জাগ্রত হিন্দু সমাজের সদস্যরা। প্রতিবাদ মিছিল হয় পুরুলিয়ার রঘুনাথপুরেও।</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/qFkwzdZ
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh News: পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙলেন VHP-র প্রতিবাদীরা, বাংলাদেশ হাই কমিশনের বাইরে উত্তেজনা চরমে