<p><strong>কলকাতা: </strong> 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন', মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে জানিয়ে দিল কমিশন, খবর সূত্রের। মূলত নেতাজি ইন্ডোরের BLA-সভা থেকে সম্প্রতি হুঙ্কার দিয়েছিলেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/VHA92qt" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি BLO লাগিয়েছে। ভোটের ২ মাস আগে SIR-এর মানে, সরকার ৬ মাস উন্নয়নমূলক কাজ করতে পারবে না। বিজেপি আমাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না। কেন্দ্র অনেককে নিয়োগ করেছে। কাকে কাকে নিয়োগ করা হয়েছে, খবর রাখুন। তারা কোন বিভাগে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলস্ চাই। আমি তাদের সহযোগিতা করব। কিন্তু, আমার তাদের ডিটেলস্ চাই।'</p> <p>[yt]https://youtu.be/uEhDj699Vkk?si=is_bMDjfOCyKXJnb[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা 'সাময়িকভাবে স্থগিত..', ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও !" href="https://ift.tt/WtQkn6H" target="_self">দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা 'সাময়িকভাবে স্থগিত..', ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও !</a></p> <p> সূত্র মারফৎ খবর, এবার মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশন জানিয়েছে, 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন। শুনানির জন্য দেড় দিনের মধ্যে ১০ লক্ষ নোটিস জেনারেট। আজকের মধ্যেই নোটিস প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ২৭ ডিসেম্বর থেকে SIR-এর শুনানি শুরু হবে। শুনানি হতে পারে কলেজ, পুরসভা, কিংবা সরকারি অফিসে। গ্রামে শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি অফিসে। কিন্তু গ্রামে কোথাও পঞ্চায়েত অফিসে হবে না SIR-শুনানি।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)<br /> </p>
from india https://ift.tt/WUD13x0
via IFTTT
0 Comments