<p><strong>আরিয়ান আনন্দ, নয়াদিল্লি:</strong> নেপালের দিকে থেকে সড়কপথে বিহারে ঢুকেছে ৩ জঙ্গি। বিহারে ৩ জঙ্গি ঢোকার খবরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বিহার পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। ৩ জনেই পাক জঙ্গি বলে খবর বিহার পুলিশ সূত্রে। ৩ জঙ্গির নাম হাসনেন আলি, আদিল হুসেন , মহম্মদ উসমান।</p> <p>[yt]https://youtu.be/f5dlrat7s_4?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ফের মেট্রোয় বিভ্রাট ! এই অংশে চলছে না ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে" href="https://ift.tt/gCi67sB" target="_self">ফের মেট্রোয় বিভ্রাট ! এই অংশে চলছে না ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে</a></p> <p>খবর মিলেছে, ৩ জঙ্গি বিহারের সীমা পার করে এসেছে। যে রাস্তা তাঁরা বেছে নিয়েছে, সেটা নেপালের। এই তিন জঙ্গি নেপালের কাঠমাণ্ডুতে আশ্রয় নিয়েছিল। গত সপ্তাহেই এরা বিহারে প্রবেশ করে। বিহার পুলিশের হেড কোয়ার্টার মারফৎ খবর, জঙ্গিদের মোট সংখ্যা ৩ জন। এই তিন জন জঙ্গি পাকিস্তানের বাসিন্দা। রাওয়াল পিন্ডির বাসিন্দা হাসনেন আলি, ভাগলপুরের বাসিন্দা মহম্মদ উসমান এবং তৃতীয় জনও পাকিস্তানেরই বাসিন্দা। এই মহূর্তে গোটা পাটনায় হাইঅ্যালার্ট জারি করা হয়েছে।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/9PYcaws
via IFTTT
0 Comments