<p>Jammu And Kashmir News: ফের অশান্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রেবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাদের যাবতীয় পরিকল্পনা বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। নিকেষ হয়েছে ২ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের কাছে গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে শেষ পর্যন্ত তা রুখতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে সেনার তরফে। </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">OP NAUSHERA NAR IV, Bandipora<br /><br />Based on intelligence provided by JKP regarding likely infiltration attempt, a joint operation was launched by <a href="https://twitter.com/hashtag/IndianArmy?src=hash&ref_src=twsrc%5Etfw">#IndianArmy</a> and <a href="https://twitter.com/JmuKmrPolice?ref_src=twsrc%5Etfw">@JmuKmrPolice</a> in Gurez Sector. Alert troops spotted suspicious activity and challenged, which resulted in terrorists… <a href="https://t.co/Jd6e1uHdpd">pic.twitter.com/Jd6e1uHdpd</a></p> — Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) <a href="https://twitter.com/ChinarcorpsIA/status/1960893706439156029?ref_src=twsrc%5Etfw">August 28, 2025</a></blockquote> <p>এক্স মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরের চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল যে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। এরপর শুরু হয় যৌথ অভিযান। গুরেজ সেক্টরে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক কার্যকলাপ দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং অনুপ্রবেশকারীদের বাধা দিতে শুরু করেন। এরপরেই নির্বিচারে গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। </p>
from india https://ift.tt/Hu8WwOY
via IFTTT
0 Comments