Espionage Allegation: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, জয়সলমের থেকে গ্রেফতার DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার

<p>Espionage Allegation:&nbsp;পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার ভারতীয় নাগরিক। ধৃত মহেন্দ্র প্রসাদ DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার। জয়সলমেরে চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জের কাছেই DRDO-র এই গেস্ট হাউস। অভিযুক্ত মহেন্দ্র প্রসাদ চুক্তিভিত্তিক ম্যানেজার হিসেবে DRDO গেস্ট হাউসে কাজ করতেন। অভিযোগ, সোশাল মিডিয়ার মাধ্যমে ISI-কে গোপন ও কৌশলগত তথ্য পাচার করেছেন মহেন্দ্র। DRDO-র বিজ্ঞানী এবং ভারতীয় সেনা কর্তাদের গতিবিধি সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ। ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র পরীক্ষার জন্য কারা আসা-যাওয়া করেন, সেই তথ্যও পাচারের অভিযোগ। ৫ অগাস্ট থেকে জিজ্ঞাসাবাদের পর গতকাল ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থানের CID।&nbsp;</p>

from india https://ift.tt/I0X6Gjs
via IFTTT

Post a Comment

0 Comments