<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> বার বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত পাঁচটি যুদ্ধবিমান খুইয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তানের ক্ষয়ক্ষতির প্রসঙ্গে আমেরিকা একেবারে স্পিকটি নট। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান ক’টি যুদ্ধবিমান হারিয়েছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সরাসরি প্রশ্নের জবাব দিল না আমেরিকা। পাকিস্তানই বলতে পারবে বলে জানাল। (India-Pakistan Conflict)</span></p> <p><span style="font-weight: 400;">পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়, তাতে হারজিতের অঙ্ক নিয়ে টানাপোড়েন চলছেই। সেই বিতর্কের আগুনে সম্প্রতি ঘি ঢালেন ট্রাম্প। পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান নামিয়েছে বলে দাবি করেন তিনি। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই সম্প্রতি ভারতের বায়ুসেনা প্রধান জানান, ছয়টি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান নামিয়েছে ভারত। এ নিয়ে তাদের কাছে কোনও তথ্য় আছে কি না জানতে চাওয়া হয় আমেরিকার কাছে। (Operation Sindoor)</span></p> <p><span style="font-weight: 400;">কিন্তু সরাসরি সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হল না আমেরিকা। ৭ থেকে ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইসলামাবাদের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করা হলে জানায়, এব্যাপারে তারা কিছু বলতে পারবে না। পাকিস্তানকেই যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে হবে। আমেরিকার বিদেশ বিভাগের বক্তব্য, “F-16 নিয়ে পাকিস্তান সরকারের কাছে যান।”</span></p> <p><span style="font-weight: 400;">আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি রয়েছে, তার আওতায় আমেরিকায় তৈরি F-16 যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান। কিন্তু সে বিমান কখন, কোথায় রয়েছে, তার উপর ২৪ ঘণ্টা নজরদারি চালায় আমেরিকার ঠিকাদার সংস্থা। যুদ্ধ পরিস্থিতিতে কতগুলি যুদ্ধবিমান ব্যবহার করা হবে, বিমান ক্ষতিগ্রস্ত হলে কী হবে, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা আমেরিকার। ঠিকাদার সংস্থাকে সব তথ্য় দিতে বাধ্য পাকিস্তান। তাই ২০১৯ সালে বালাকোট অভিযানের ভারত যখন F-16 যুদ্ধবিমান নামানোর দাবি করে, সেই সময় আমেরিকায় জানিয়ে দেয়, একটিও যুদ্ধবিমান ‘মিসিং নয়’। তাই এখন আমেরিকার জবাব এড়াচ্ছে কেন, উঠছে প্রশ্ন।</span></p> <p><span style="font-weight: 400;">ভারতীয় বায়ুসেনার দাবি, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তান বেশ কিছু F-16 যুদ্ধবিমান হারিয়েছে। পাকিস্তানের শাহবাজ জাকোবাবাদ বায়ুসেনাঘাঁটিতে F-16 যুদ্ধবিমানের হ্য়াঙ্গার রয়েছে। ভারত যে আঘাত হানে, তাতে পাকিস্তানের ওই বায়ুসেনাঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হ্যাঙ্গারের প্রায় অর্ধেক গুঁড়িয়ে গিয়েছে। ফলে F-16 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা জোরাল। সবমিলিয়ে পাকিস্তানের ছয়টি যুদ্ধবিমান নামানো হয় বলে দাবি ভারতীয় বায়ুসেনার। সেগুলি F-16ই কি না, তা যদিও স্পষ্ট ভাবে বলা হয়নি, কিন্তু আমেরিকার কাছে খবর নেই, এমনটা হতে পারে না। পাকিস্তান যদিও ভারতীয় বায়ুসেনার দাবি অস্বীকার করছে। সাহস থাকলে ভারত নিরপেক্ষ তদন্তে রাজি হোক বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।</span></p>
from india https://ift.tt/MJBYfR9
via IFTTT
0 Comments