Kolkata News: প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও 'ভাঙচুর', ছিঁড়ে ফেলা হল রাহুল গান্ধীর পোস্টার-ব্যানার !

<p><strong>কলকাতা:</strong> প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।</p> <p>[yt]https://youtu.be/AqxjqqBPUeM?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাদের বৈঠক" href="https://ift.tt/U4mCJTj" target="_self">অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাদের বৈঠক</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/KsgT6wY
via IFTTT

Post a Comment

0 Comments