<p><strong>নয়াদিল্লি :</strong> চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চিনের সঙ্গে বাণিজ্য-যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে, ঠিক সেই সময় ভারতের সঙ্গে যোগাযোগ করে চিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে একটি চিঠি পৌঁছায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এমনই দাবি করা হয়েছে ব্লুমবার্গের রিপোর্টে। সূত্র হিসাবে এক ভারতীয় আধিকারিকের কথা বলা হয়েছে রিপোর্ট। সেই অনুযায়ী, চিনের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে ভারত কতটা আগ্রহী তার পুনর্মূল্যায়নের উদ্দেশে ছিল শি-র চিঠি। যদিও চিঠিটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি <a title="দ্রৌপদী মুর্মু" href="https://ift.tt/6B5Myzf" data-type="interlinkingkeywords">দ্রৌপদী মুর্মু</a>কে, চিঠির বার্তা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। চিঠিতে, প্রেসিডেন্ট শি চিনের স্বার্থের ক্ষতি করতে পারে এমন যে কোনও সম্ভাব্য মার্কিন-ভারত চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনই বলা হয়েছে রিপোর্টে। চিনের প্রেসিডেন্ট "একজন আধিকারিকের নাম বলেন যিনি বেজিংয়ের তরফে প্রচেষ্টা চালাবেন।" এমন উল্লেখও রয়েছে রিপোর্টে।</p> <p>রিপোর্টে আরও বলা হয়েছে, এরপর জুন মাস থেকে চিনের সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষ্যে এগোয় প্রধানমন্ত্রী মোদির সরকার। সেই সময় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে যে তীব্র উত্তেজনা, এমনকী জোরদার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তা থামিয়ে দেওয়ার জন্য নিজের কৃতিত্ব দাবি করতে শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের সেই দাবি বারবার নস্যাৎ করে গেছে ভারত। এর পরবর্তী সময়ে ভারতীয় পণ্যের উপর প্রচুর শুল্ক ধার্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। তার আগে বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন তিনি। কিন্তু, রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়ে তিনি শেষমেশ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেন। এরকম একটা আবহে ভারত-চিন সম্পর্কে উন্নতির দরজা খুলে যায়। ২০২০ সালে গালওয়ানে ভারত-চিন সেনা সংঘাতের কথা ভুলে উভয় দেশই একে অপরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বাড়াতে থাকে। দীর্ঘদিন ধরে চলতে থাকা সীমান্ত-সংঘাত মেটাতে নতুন করে আলোচনার আশ্বায় দেয় পরস্পর পরস্পরকে। এমনই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ভারত-চিন সম্পর্কের উন্নতির দরজা খুলে যায় সেই থেকে। কিছু সময়ের মধ্যেই ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়। ভারতে ইউরিয়া রফতানিতে বিভিন্ন বিধি-নিষেধ লঘু করে বেজিং। নয়াদিল্লিও চিনের নাগরিকদের জন্য পুনরায় পর্যটক ভিসা শুরু করে।</p>
from india https://ift.tt/iUqC8lf
via IFTTT
0 Comments