Pakistan Army Chief On India : 'ধ্বংস করে দেব..' ; মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েই, ভারতকে 'পারমাণবিক হুমকি' পাকিস্তানের সেনাপ্রধানের ! 

<p><strong>নয়াদিল্লি:</strong> অপারেশন সিঁদুর-এ ভারতের কাছে নাস্তানুবাদ হওয়ার পরেও মেটেনি আঁশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, ভারতকে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের !&nbsp;</p> <p>আরও পড়ুন, <a title="নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬" href="https://ift.tt/D9X7Ppg" target="_self">নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬</a></p> <p>The Print এর প্রতিবেদন অনুযায়ী, মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানে আসিম মুনির। সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করে ভারতীয় বাঁধ গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে, ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরাও পারমানবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।' তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, এটাই প্রথমবার, যে এমন পারমাণবিক হুমকি দেওয়া হল !</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/VQbsca3
via IFTTT

Post a Comment

0 Comments