<p><strong>নয়াদিল্লি:</strong> ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি ? ইতিমধ্যেই আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে NDA. এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মহারাষ্ট্রের <a title="রাজ্যপাল" href="https://ift.tt/KAMVinZ" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a> সিপি রাধাকৃষ্ণণ। অপরদিকে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি। আজ মনোনয়ন পেশ রয়েছে তাঁর।</p> <p>[yt]https://youtu.be/o2IdRtucxmI?si=wkVE_s5jba-kio3k[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="আজ বাদল অধিবেশনের শেষদিন, সংবিধান সংশোধনী বিল ও SIR ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ" href="https://ift.tt/KDHPIro" target="_self">আজ বাদল অধিবেশনের শেষদিন, সংবিধান সংশোধনী বিল ও SIR ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ</a></p> <p>আজ মনোনয়নপত্র জমা দেবেন বি সুদর্শন রেড্ডি। থাকবেন রাহুল, প্রিয়ঙ্কা, অখিলেশ, প্রস্তাবক সনিয়া-সমেত ৮০ জন সাংসদ। মনোনয়নের আগে নয়াদিল্লির প্রেরণা স্থলে গেলেন বি সুদর্শন রেড্ডি। বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করলেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/zh23ayE
via IFTTT
0 Comments