<p><strong>নয়াদিল্লি:</strong> আজ বাদল অধিবেশনের শেষদিন। সংবিধান সংশোধনী বিল ও SIR, দুই ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ। সংবিধান সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল হতে পারে সংসদ। SIR নিয়ে হইচই হতে পারে রাজ্যসভায়। স্বচ্ছ ভোট নিয়ে আশঙ্কা জানিয়ে রাজ্যসভায় নোটিস জমা দিলেন কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিংহ। লোকসভার পর রাজ্যসভাতে আজ অনলাইন গেমিং বিল পাস করাবে সরকার।</p> <p>[yt]https://youtu.be/OcuQetkAY3Y?si=NuyLYSPx3PmXAhtM[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ !" href="https://ift.tt/AMcJo05" target="_self">বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/13JezUk
via IFTTT
0 Comments