GST Rate Reduction: ঠেলায় পড়ে বিমা থেকে GST প্রত্যাহার? মমতাকে কৃতিত্ব তৃণমূলের, BJP বলল, GST তাদের পরিকল্পনাই নয়

<p><strong>কলকাতা:</strong> জীবনবিমা, স্বাস্থ্যবিমায় GST দিতে গিয়ে নাভিশ্বাস উঠছিল। বার বার বিরোধীদের তরফে সেই নিয়ে অভিযোগও জানানো হয়। শেষ পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার অন্যান্য জিনিসের পাশাপাশি, জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নিল কেন্দ্র। ১৮ শতাংশের পরিবর্তে GST একেবারে শূন্য (০) করে দেওয়া হল। কিন্তু বিরোধীদের দাবি, এমনি এমনি এই সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। দেশ জুড়ে সমালোচনা চলছে যেমন, তেমনই একাধিক রাজ্যে <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/8VxB4cw" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a> রয়েছে সামনে। তাই বাধ্য হয়েছে এই সিদ্ধান্তে উপনীত হতে। (GST Rate Reduction)</p> <p>জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নেওয়ার জন্য বার বার কেন্দ্রকে আর্জি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী-সহ অন্য়রা। GST-কে 'গব্বর সিং ট্যাক্স' বলে উল্লেখ করেন। কেন্দ্রকে চিঠি দেন তাঁরা, সংসদে সরব হন যেমন, তেমনই সোশ্য়াল মিডিয়াতেও লাগাতার তদ্বির করে যাচ্ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছিলেন। শেষ মেশ বুধবার জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নেওয়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্র। (GST Reduction)</p> <p>আর সেই নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতানেত্রীরা। কেন্দ্রের ঘোষণার পর পরই তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'সাধারণ মানুষের জয় হল। কঠিন লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে আনতে হল শাসকের কাছ থেকে, যারা কেবল বাধ্য হলেই কথা শোনে'। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "সাধারণ মানুষের জন্যই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। সর্বসম্মতিতে, সব দলের সম্মতিতে এটা হয়েছে।"</p> <p>তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের কথায়, "অবশ্যই স্বাগত জানানোর মতো পদক্ষেপ। কিন্তু সমস্যা হল, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো চিঠি লিখেছেন, তার শেষ নেই। জীবনবিমা, স্বাস্থ্যবিমাই নয় শুধু, নিত্যপ্রয়োজনের জিনিসের উপর থেকেও GST প্রত্যাহারের দাবি তুলে আসছিলেন তিনি, যার প্রায় সবক'টিই কমিয়ে শূন্য করা হয়েছে। সাধারণ মানুষের ঘাড়ে এই GST না চাপানোর জন্য গোড়া থেকেই বলা হচ্ছিল। বোঝানোর চেষ্টা হয় যে, সাধারণ মানুষের ক্ষতি হবে। তখন কথা শোনেননি। এত বছর ধরে লুঠ করলেন। গোটা দেশে হাওয়া খারাপ বুঝে, বিহারে হারবেন, বাংলায় পরিস্থিতি ভাল নয় জেনে, লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে, এখন ক্ষতে প্রলেপ দিচ্ছেন। কমিয়ে ভালই হয়েছে। কিন্তু বুঝতে হবে, GTS যখন শুরু হয়, সেই সময় থেকে বিরোধিতা করে আসছিলেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/MFYc1Sf" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। এক এবং একমাত্র তিনি লড়াই চালিয়ে আসছিলেন। এটা বিরোধী নেত্রী হিসেবেও তাঁর সাফল্য।"</p> <p>কংগ্রেসের সৌম্য আইচ রায় বলেন, "কথায় আছে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। 'গব্বর সিং ট্যাক্স' নিয়ে দীর্ঘদিন লড়াই করে আসছে কংগ্রেস। সংসদের ভিতরে, বাইরে, সর্বত্র বলেছি। মানুষের নিত্য প্রয়োজনের জিনিসের উপর GST বসানোয় চাপ বাড়ছিল। এখন ঠেলায় পড়ে গাছে উঠেছে। গ্রাফ নীচের দিকে, হার বুঝে এসব করছে। নিত্য প্রয়োজনের জিনিসের উপর কেন GST থাকবে, এতদিন ধরে বলে আসছি আমরা। পিছনের দরজা দিয়ে ৮০০ ওষুধের দাম বাড়িয়েছিলেন। আমরা নজর রাখছি। ভোটের আগে আরও কমাতে হবে।"</p> <p>যদিও বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য "ধরে নিলাম ক্ষতেই প্রলেপ। তাহলে ভোটের আগে 'পাড়ায় সমাধান', 'লক্ষ্মীর ভাণ্ডার', 'দুয়ারে সরকার'টা কী? মদনদা (মিত্র)-র রাগ হতে পারে কারণ ৪০ শতাংশ রয়েছে। দেবাংশুর সেটা হওয়া উচিত নয়। ভালটাকে ভাল বলতে হবে, সেটা মমতা-মোদি, যে-ই করুন। এর সমালোচনা করলে রাজনীতিতে পিছিয়ে যেতে হবে। মানুষের চাপ কমানো হয়েছে। আমরাও বলেছিলাম। GST কিন্তু বিজেপি-র পরিকল্পনা নয়, শুধু কার্যকর করেছে বিজেপি। মোদিজিকে ধন্যবাদ। এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, সচ্ছলতা আসবে। জোয়ার আসবে, তাতে কে ভাসবে জানি না, দেবাংশু না তাঁর...। "</p>

from india https://ift.tt/dEFTkgt
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: সহপাঠীদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আক্রান্ত পড়ুয়া ! প্রবল মারধরের সঙ্গে চলল অকথ্য ভাষার গালিগালাজও