<p><strong>হুগলি:</strong> জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। থাকতেন হুগলির ডানকুনিতে, এ দেশে কুড়ি বছর কেটে গেছে। দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি, স্বীকার করছেন এভাবে থাকাটা আইনত অপরাধ।</p> <p>[yt]https://youtu.be/-A_l7HVjj1E?si=RBri3y37xTVpxN2Y[/yt] </p> <p>আরও পড়ুন, <a title="মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন, আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১ শিক্ষক-সহ তিন !" href="https://ift.tt/P5LirjX" target="_self">মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন, আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১ শিক্ষক-সহ তিন !</a> </p> <p>মেহেদি হাসান বলেন, '২০ বছর আগে তো চলে এসেছিলাম। যেহেতু আমি অবৈধভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে সরকার যদি অ্যাকশন নেয়, এটা তার কোনও অন্যায় নয়। কারণ যেহেতু আমি অবৈধ এসেছি, কোনও দেশের সরকার চায় না যে, আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়েতো গিয়েছিলাম। কিন্তু আইনত, এট অপরাধ। SIR বা NRC যেটাই করুন না কেন, আমি তো বলব, এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশই চায়, আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক।' </p>
from india https://ift.tt/YCeslRX
via IFTTT
0 Comments