<p><strong>ঢাকা :</strong> বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে উত্তাল এপার বাংলা। ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এই আবহে এবার ওই যুবক দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার। শুধু তা-ই নয়, নিহত বছর ২৫-এর ওই যুবকের পরিবারের দায়িত্বও নেবে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমনই জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, "দীপু দাসের সন্তান, স্ত্রী ও তাঁর বাবা-মায়ের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র।" দীপুর পরিবারের সঙ্গে দেখা করার আগে আব্রার বলেছিলেন, "পোশাক কারখানার কর্মীর (দীপু দাস) হত্যা একটা পাশবিক অপরাধ। যার কোনও যুক্তি হতে পারে না।" এনিয়ে শিক্ষা উপদেষ্টা মুখ্য উপদেষ্টা ইউনূসের সঙ্গে কথা বলেছেন। যিনি বার্তা পাঠিয়েছেন, এই হত্যার ঘটনায় সরকার "গভীরভাবে দুঃখিত এবং গভীর সমবেদনা" জানাচ্ছে। </p> <p>খবর অনুযায়ী, দীপুর বাবা রবিচন্দ্র দাস শিক্ষা উপদেষ্টার কাছে তাঁর সন্তানের হত্যার ন্যায়বিচার চেয়েছেন। এর পাশাপাশি তিনি পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরেন। এরমধ্যে ইউনূসের অফিস থেকে নিশ্চিত করা হয়েছে যে, দীপুর পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি আগামী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলবে বলে জানানো হয়েছে। </p> <p><strong>বিস্তারিত ঘটনা...</strong></p> <p>নৈরাজ্যের বাংলাদেশে উন্মত্ত দুর্বৃত্তরা পিটিয়ে খুন করেছে ময়মনসিংহের ভালুকার বাসিন্দা দীপুচন্দ্র দাসকে। নারকীয়ভাবে হত্যার পর সবার চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহ। অভিযোগ উঠেছে, গোটা ঘটনাই হয়েছে ভালুকা থানার পুলিশের সামনেই। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন দীপু। ময়মনসিংহের ভালুকায় ভাড়াবাড়িতে থাকতেন। হাসিনা-বিরোধী ছাত্রনেতা শারিফ ওসমান হাদির খুনের জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশজুড়ে নৈরাজ্য়ের আগুন জ্বলতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায়, রাত ৯টা নাগাদ বিক্ষোভের মাঝে পড়ে যান দীপু দাস। তাঁকে পিটিয়ে খুন করে দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। নারকীয় এই ঘটনায় দেড় বছরের ছেলেকে নিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন নিহত দীপু দাসের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অকূলপাথারে দীপু দাসের বাবা-মা, ভাইয়েরাও।</p> <p>এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতারেস। হিন্দু যুবকের খুন নিয়ে তিনি চিন্তিত। সোমবার সাংবাদিক বৈঠকে সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, "হ্যাঁ, বাংলাদেশে যে হিংসা আমরা দেখেছি তা নিয়ে আমরা খুবই চিন্তিত।" </p>
from india https://ift.tt/guP6iaO
via IFTTT
0 Comments