<p><strong>নয়াদিল্লি:</strong> ব্য়াহত ইন্ডিগোর বিমান পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। একের পর এক বিমান বাতিল হচ্ছে, বহু উড়ান বিলম্বে চলছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বইয়ের টিকিট কিনতে গেলে ৫০ থেকে ৬০ হাজার গুনতে হচ্ছে বলেও অভিযোগ।</p> <p>[yt]https://youtu.be/GvueS0hpTH8?si=QKOHJV6tQJ-sojIe[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="প্রথমে ২ হাজার ২০৮, কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে !" href="https://ift.tt/NMAVdk2" target="_self">প্রথমে ২ হাজার ২০৮, কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/9dVFaY4
via IFTTT
0 Comments