<p><span style="font-weight: 400;"><strong>গুরুগ্রাম:</strong> ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল দেশে। ফরিদাবাদে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। চার জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। অপহরণ করে নিয়ে গিয়ে মেয়েটির উপর অত্যাচার চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। (Minor Girl Assaulted in Haryana)</span></p> <p><span style="font-weight: 400;">হরিয়ানার ফরিদাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২৬ অক্টোবর সন্ধে ৭টা থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত মেয়েটিকে পণবন্দি করে রেখে, তার উপর অত্যাচার চালানো হয়। এর পর আধমরা অবস্থায় বাড়ির কাছে মেয়েটিকে ফেলে দিয়ে গাড়িতে চম্পট দেয় অভিযুক্তরা। (Haryana News)</span></p> <p><span style="font-weight: 400;">নির্যাতিতার দিদি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, ২৬ অক্টোবর সন্ধেয় সেক্টর ১৮ বাজারে গিয়েছিল বোন। বেশ খানিকটা সময় কেটে গেলেও বাড়ি ফেরেনি সে। এর পর বাড়ির লোকজন তাকে খুঁজতে বেরোয়। কিন্তু কোথাওই খোঁজ পাওয়া যায়নি তার। বরং ভোরবেলা বিধ্বস্ত অবস্থায় বাড়ি এসে পৌঁছয়। </span></p> <p><span style="font-weight: 400;">নির্যাতিতার দিদির বক্তব্য, “২৭ অক্টোবর ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়িতে ঢোকে বোন। জানায়, আগের সন্ধেয় চার জন তাকে অপহরণ করে গাড়িতে তোলে। নির্জন এলাকায় নিয়োগ করে মাদক খাওয়ানো হয় তাকে। এর পর একে একে ধর্ষণ করে চার জন মিলে।”</span></p> <p><span style="font-weight: 400;">নির্যাতিতার দিদির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। চার অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ও POCSO আইনে মামলা দায়ের করেছে ফরিদাবাদ পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণু মিত্র বলেন, “মেয়েটি বয়ান রেকর্ড করার মতো অবস্থায় নেই। আমরা তদন্ত শুরু করেছি। সেক্টর ১৮ এএলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুতই গ্রেফতার করা হবে।”</span></p>
from india https://ift.tt/Nb73ELc
via IFTTT
0 Comments