Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

<p><span style="font-weight: 400;">নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিদায়ী বছরে যা হারিয়েছি আমরা, তা নিয়ে মন এখনও ভারাক্রান্ত। শুধুমাত্র বিনোদন জগতের জনপ্রিয় তারকারাই নন, বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিরা চলে গিয়েছেন আমাদের ছেড়ে। <a title="নতুন বছর" href="https://ift.tt/vST71u8" data-type="interlinkingkeywords">নতুন বছর</a>ে পদার্পণের আগে স্মৃতিচারণের পালা এখন।&nbsp;</span></p> <p><strong>ধর্মেন্দ্র</strong></p> <p><span style="font-weight: 400;"><br /><img src="https://ift.tt/V4PUI0L" width="473" height="266" /></span></p> <p><span style="font-weight: 400;">নতুন প্রজন্মের সকলে পর্যন্ত আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সকলকে নিরাশ করে ইহলোকের মায়া ত্যাগ করেন চিত্রতারকা ধর্মেন্দ্র। গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান বলিউডের &lsquo;হি-ম্যান&rsquo;। তাঁর চলে যাওয়া ব্যক্তিগত ক্ষতি বলে মনে হয়েছিল অনেকেরই।&nbsp;</span></p> <p><strong>জ়ুবিন গর্গ</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/gatsM0B" width="477" height="268" /></strong></p> <p><span style="font-weight: 400;">বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে মারা যান জ়ুবিন গর্গ। সরকারি সিলমোহর পড়ার আগে প্রিয় গায়কের মৃত্যুর খবর বিশ্বাসই হয়নি কারও। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জ়ুবিন। তাঁর মৃত্যুতে অসম-সহ গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। কম টানাপোড়েনও হয়নি তাঁর মৃত্যু নিয়ে। তাঁর মৃত্যুর নেপথ্যে কোনও চক্রান্ত ছিল কি না, তা নিয়ে এখনও তদন্ত চলছে।&nbsp;</span></p> <p><strong>আসরানি</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/2nE3NsG" width="487" height="274" /></strong></p> <p><span style="font-weight: 400;">পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে দর্শকের মনে জায়গা করে নেওয়া যায়, তা প্রমাণ করেছিলেন গোবর্ধন আসরানি। গত ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে মারা যান তিনি। বিশেষ করে কৌতুকাভিনেতা হিসেবে তাঁর বিকল্প খুঁজে নেই আজও।&nbsp;</span></p> <p><strong>মনোজ কুমার</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/BFlv8AI" width="482" height="271" /></strong></p> <p><span style="font-weight: 400;">দেশপ্রেম নির্ভর ছবিতে অভিনয়ের জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল &lsquo;ভারত কুমার&rsquo;। গত ২৪ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭ বছর।&nbsp;</span></p> <p><strong>পঙ্কজ ধীর</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/W3JYmSv" width="501" height="282" /></strong></p> <p><span style="font-weight: 400;">&lsquo;মহাভারত&rsquo; সিরিয়ালে কর্ণের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন পঙ্কজ ধীর। জনপ্রিয়তা এমন ছিল যে কর্ণ হিসেবে ঘরে ঘরে পূজিতও হতেন তিনি। পাঠ্যবইতেও কর্ণ হিসেবে জায়গা করে নিয়েছিল তাঁর ছবি। গত ১৫ অক্টোবর মারা যান পঙ্কজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুঝছিলেন তিনি।&nbsp;</span></p> <p><strong>সুলক্ষণা পণ্ডিত</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/h5vCiaw" width="502" height="283" /></strong></p> <p><span style="font-weight: 400;">গত ৬ নভেম্বর মারা যান সুলক্ষণা পণ্ডিত। সুমধুর কণ্ঠ যেমন পরিচিতি দিয়েছিল তাঁকে, তেমনই বড়পর্দায় তাঁর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।&nbsp;</span></p> <p><strong>শেফালি জ়রিওয়ালা</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/zbDQgn0" width="510" height="287" /></strong></p> <p><span style="font-weight: 400;">&lsquo;কাঁটা লাগা&rsquo; খ্যাত শেফালি জ়রিওয়ালার মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যান সকলে। গত ২৭ জুন ৪২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন শেফালি। হৃদরোগে আক্রান্ত হয়েই শেফালি মারা যান বলে জানা যায়।&nbsp;</span></p> <p><strong>পোপ ফ্রান্সিস</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/Pv0qBJV" width="515" height="289" /></strong></p> <p><span style="font-weight: 400;">ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব সামলানোর পর, ২০২৫ সালের ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। উদারমনস্কতা, হাসিখুশি উপস্থিতির জন্য সকলের মনে আলাদা ভাবে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি।</span></p> <p><strong>রবার্ট রেডফোর্ড</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/1dx9HQz" width="505" height="284" /></strong></p> <p><span style="font-weight: 400;">গত ১৬ সেপ্টেম্বর মারা যান প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড। অস্কার জয়ী অভিনেতা একসময় হলিউডের অন্যতম সুদর্শন পুরুষ হিসেবেও নজর কাড়েন।&nbsp;</span></p> <p><strong>ডায়ান কিটন</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/uVtciMB" width="509" height="286" /></strong></p> <p><span style="font-weight: 400;">বছরের শেষ দিকে মারা যান হলিউডের কিংবদন্তি অভিনেত্রা ডায়ান কিটন। গত ১১ অক্টোবর মারা যান তিনি। অস্কারজয়ী অভিনেত্রী সদাহাস্য উপস্থিতির জন্য যেমন পরিচিত ছিলেন, তেমনই স্ক্রিনে তিনি থাকলে, অন্য কারও দিকে নজরই যেত না।&nbsp;</span></p> <p><strong>রব রাইনার ও মিশেল রাইনার</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/lzU5kGC" width="507" height="285" /></strong></p> <p><span style="font-weight: 400;">গত ১৪ ডিসেম্বর মর্মান্তিক পরিণতি হয় হলিউডের কিংবদন্তি পরিচালক তথা প্রযোজত রব রাইনার এবং তাঁর স্ত্রী মিশেল রাইনারের। লস অ্যাঞ্জেলসের প্রাসাদোপম বাড়িতে গলার নলি কাটা অবস্থায় তাঁদের দেহ মেলে। মাদকাসক্ত, মানসিক রোগী ছেলে নিক রাইনারই রব এবং তাঁর স্ত্রীকে হত্যা করেন বলে পরে জানা যায়।&nbsp;</span></p> <p><strong>অজ়ি অসবর্ন</strong></p> <p><strong><br /><img src="https://ift.tt/E7h8xUu" width="510" height="287" /></strong></p> <p><span style="font-weight: 400;">&lsquo;Black Sabbath&rsquo; ব্যান্ডের ফ্রন্টম্যান তথা টেলিভিশন ব্যক্তিত্ব অজ়ি অসবর্ন মারা যান গত ২২ জুলাই।&nbsp; পরিবারের উপস্থিতিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।&nbsp;</span><span style="font-weight: 400;">&nbsp;</span></p>

from india https://ift.tt/e6JCS8T
via IFTTT

Post a Comment

0 Comments

Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও