Migrant Worker Attacked: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্রের আঘাত, 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে পাশে দাঁড়িয়ে পোজ দিল অভিযুক্ত নাবালক

<p>Tamil Nadu News:&nbsp;পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। তারপর 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে আক্রান্তের পাশে দাঁড়িয়ে তোলা হল ছবি। আর এই কাণ্ড যারা ঘটিয়েছে, তারা নাবালক। চেন্নাইয়ের কাছে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা। ৪ জন নাবালককে এই ঘটনায় গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেফতার করা চারজনের মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছে। আদালতে এই ছেলেটির পড়াশোনার কারণ দেখানো হয়েছিল। গ্রেফতার করা বাকি তিনজনকে পাঠানো হয়েছে 'জুভেনাইল হোম'- এ।&nbsp;</p> <p>ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি রিল। সেখানেই দেখা গিয়েছে, একটি ট্রেনের মধ্যে এক পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হচ্ছে। চারজন ছেলেকে দেখা গিয়েছে এই ভিডিওতে। তাদের মধ্যেই কেউ একজন গোটা কর্মকাণ্ডের ভিডিও পরে ইনস্টাগ্রামে আপলোড করেছে রিল হিসেবে। ইনস্টাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে একটি তামিল গান। জানা গিয়েছে, থিরুথানি থেকে চেন্নাই যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি। সেখানেই পরিযায়ী শ্রমিকের উপর চড়াও হয় এই চারজন ছেলে। পরে জানা যায় তারা সকলেই নাবালক।&nbsp;&nbsp;</p> <p>অন্য আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ছেলেগুলো ওই আক্রান্তকে একটি বাড়ির কাছে ধারালো অস্ত্র (চপার জাতীয় জিনিস) নিয়ে আক্রমণ করেছে। ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে আঘাত করতে দেখা গিয়েছে কয়েকজনকে। আক্রমণকারীদের মধ্যে একজন এরপরএই ঘটিয়েছে সাংঘাতিক একটি কাণ্ড।&nbsp;ভিডিওতে দেখা গিয়েছে, পরিযায়ী শ্রমিককে আক্রমণ করার পর কার্যত 'বীরত্বের' সঙ্গে নিজেকে জাহির করেছে এক অভিযুক্ত। হাতের আঙুল দিয়ে সে দেখিয়েছে 'ভি চিহ্ন', যা আদতে 'জয়ের চিহ্ন', আমার-আপনার সকলের পরিচিত 'ভিক্ট্রি সাইন'।&nbsp;</p> <p>জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি আদতে ওড়িশার বাসিন্দা। কাজের জন্য গিয়েছিলেন ভিন রাজ্যে। সেখানেই আক্রান্ত হতে হয়েছে তাঁকে। ধারালো অস্ত্রের আঘাত রক্তাক্ত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে থিরুভাল্লুর সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়স ১৭ বছর। একজন পড়াশোনার কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেলেও বাকি তিন অভিযুক্তকে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।&nbsp;</p> <p>পশ্চিমবঙ্গ এবং ওড়িশার শ্রমিকদের অনেকেই কাজে খোঁজে যান অন্য রাজ্যে। সেখানে তাঁদের আক্রান্ত হওয়ার ঘটনাও নতুন নয়। অন্যান্য অনেক রাজ্যের শ্রমিকদের সঙ্গেই বাইরের রাজ্যে এ হেন ঘটনা ঘটেছে এর আগেও। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এই চার নাবালকের কীর্তিকলাপ। ধারালো অস্ত্র দিয়ে একজনকে আক্রামণ করে আহত করার পরে, হাত দিয়ে অঙ্গভঙ্গি করে ভিক্ট্রি সাইন দেখিয়েছে অভিযুক্তরা। সেই ভিডিও আবার শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতেও।&nbsp;</p>

from india https://ift.tt/Gkqhc8m
via IFTTT

Post a Comment

0 Comments

Migrant Worker Attacked: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্রের আঘাত, 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে পাশে দাঁড়িয়ে পোজ দিল অভিযুক্ত নাবালক