<p>বাংলাদেশের প্রসঙ্গ টেনে এবার ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের যুব নেতার। বাংলাদেশের উপর কোনও হামলা হলে পাকিস্তান সেনা ও মিসাইল তার জবাব দেবে বলে হুমকি দিয়েছেন শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের ওই নেতা কামরান সৈয়দ উসমানি। এর পাশাপাশি তিনি পাকিস্তান ও বাংলাদেশের সামরিক জোটের আহ্বানও জানান।</p> <p>তিনি বলেছেন, "ভারত যদি বাংলাদেশের স্বশাসনের উপর হামলা চালায়, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন, পাকিস্তানের মানুষ, পাকিস্তানে সশস্ত্র বাহিনী এবং আমাদের মিসাইল বেশি দূরে নেই।" ভারতের "অখণ্ড ভারত" আদর্শ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া পাকিস্তান সহ্য করবে না বলে মন্তব্য করেন উসমানি। </p> <p>এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে "ভারতের আদর্শগত আধিপত্যের" দিকে ঠেলে দেওয়া মেনে নেবে না পাকিস্তান। তিনি হুঁশিয়ারি দেন, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বা তাদের স্বশাসনের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, পাকিস্তান জোরাল জবাব দেবে। উসমানি দাবি করেন, এর আগে নাকি পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং প্রয়োজন পড়লে তা আবার করবে। তাঁর বক্তব্য, "আমাদের প্রস্তাব হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ সামরিক জোট তৈরি করুক-বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করা উচিত পাকিস্তানের এবং বাংলাদেশেরও উচিত পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করা।" </p> <p>যদিও মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক সহজ করার উদ্যোগ নিয়েছেন মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভারতের সঙ্গে আর্থিক সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছে বাংলাদেশ প্রশাসন। </p> <p>নিজের কার্যালয়ে অ্যাডভাইসারস কাউন্সিল কমিটি অন গভর্নমেন্ট পারচেজ-এর মিটিংয়ের পর সাংবাদিকদের আর্থিক উপদেষ্টা বলেন, "ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছেন মুখ্য উপদেষ্টা।" এনিয়ে তিনি নিজেও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ইউনূস কি সরাসরি ভারতের সঙ্গে কথা বলেছেন ? এর উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, "মুখ্য উপদেষ্টা সরাসরি কথা বলেননি। কিন্তু, এ বিষয়ে জড়িত সকলের সঙ্গে কথা বলেছেন। রাজনৈতিক বিবেচনার সঙ্গে আমাদের বাণিজ্য নীতি জড়িত নয়। ভিয়েতনাম বা অন্য কোনও জায়গার পরিবর্তে যদি ভারত থেকে চাল আমদানি করা সস্তার হয়, তাহলে ভারত থেকে তা কেনাটাই যুক্তিযুক্ত হবে।" ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হবে না বলে আশাবাদী উপদেষ্টা। </p>
from india https://ift.tt/keg70DH
via IFTTT
0 Comments