<p><strong>নয়াদিল্লি:</strong> পৃথক কোচবিহার রাজ্য থেকে উত্তরবঙ্গকে দেশের উত্তর-পূর্ব উন্নয়ন পরিষদে শামিল করার দাবি লাগাতার তুলে আসছে রাজ্য বিজেপি। এবার সংসদে দাঁড়িয়ে বাংলা ও বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন। তাঁর দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলে এই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন তিনি।</p> <p><br />সবিস্তার আসছে</p>
from india https://ift.tt/tdJSv5c
via IFTTT
0 Comments