Shah Rukh Khan: চোখের চিকিৎসা করাতে মার্কিন মুলুকে পাড়ি শাহরুখ খানের, হতে পারে অস্ত্রোপচার?

<p><strong>নয়াদিল্লি:</strong> গত ২১ মে আমদাবাদে IPL-এ <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://ift.tt/mWUdJxK" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের (Kolkata Knight Riders) ম্যাচ দেখতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ খান (Shah Rukh Khan)। ভর্তি করা হয় তাঁকে হাসপাতালে, এবং একদিন পর ছেড়ে দেওয়া হয়। এবার ফের চিকিৎসার প্রয়োজন পড়ল অভিনেতার। একাধিক জাতীয় সংবাদ প্রতিবেদন সূত্রে খবর, চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য বিদেশ পাড়ি দিয়েছেন কিং খান।&nbsp;</p> <p><strong>চোখের চিকিৎসা করাতে বিদেশ পাড়ি শাহরুখ খানের</strong></p> <p>শোনা যাচ্ছে মঙ্গলবার মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন শাহরুখ খান। সূত্রের খবর, সেখানেই চোখের চিকিৎসা করাবেন। বলিউড হাঙ্গামা সূত্রে খবর, 'সোমবার, ২৯ জুলাই, চোখের চিকিৎসার জন্য শাহরুখ খান মুম্বইয়ের এক হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা হয়নি। যে ক্ষতি হয়েছে তা শুধরাতে তাঁকে তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।' যদিও অভিনেতার চোখে ঠিক কী হয়েছে, কী ধরনের চিকিৎসা করাতে হয়েছে বা কী সমস্যা হয়েছে বা অস্ত্রোপচার হয়েছে বা হবে কি না, তেমন কোনও তথ্য দেওয়া হয়নি সূত্রের তরফে।&nbsp;</p> <p>চলতি বছরের IPL-এর কোয়ালিফায়ার ১ ম্যাচে নিজের দলের হয়ে গলা ফাটাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেতা, ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। সেই ম্যাচ জিতে IPL-এর চলতি মরশুমের ফাইনালে প্রথম দল হিসেবে নিজেদের স্থান পাকা করে নেয় শাহরুখের দল, <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://ift.tt/mWUdJxK" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>। সেই উচ্ছ্বাসে মাঠে নেমে সেলিব্রেট করতে দেখা যায় কিং খানকে। কিন্তু এরপরই দুঃসংবাদ মেলে তার পরের দিন। এদিন দুপুর ১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বাদশাহকে। আমদাবাদের প্রবল গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন বছর ৫৮-র কিং। ডিহাইড্রেশন হয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কেডি হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন তিনি।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Srijit Mukherjee: চাকরি ছেড়ে সিনেমা বানাচ্ছি, সাহস দিয়েছিল সুমনদার 'তোমাকে চাই'" href="https://ift.tt/wacURYk" target="_blank" rel="noopener">Srijit Mukherjee: চাকরি ছেড়ে সিনেমা বানাচ্ছি, সাহস দিয়েছিল সুমনদার 'তোমাকে চাই'</a></p> <p>শাহরুখের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি আমদাবাদে উড়ে আসেন তাঁর স্ত্রী গৌরী খান। হাসপাতালে হাজির অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও <a title="কেকেআর" href="https://ift.tt/mE7ZLQ1" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের অপর কর্ণধার জুহি চাওলা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই খবর মিলতে থাকে যে আগের থেকে অনেকটা ভাল আছেন শাহ। এক দিন পরই মুম্বই ফিরে আসেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে। আজ অভিনেতার ফের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/7jVfcW4" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722421689845000&amp;usg=AOvVaw2g1YTwvdQBVS6FBAVJMedM">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>

from india https://ift.tt/48tOrfC
via IFTTT

Post a Comment

0 Comments