<p><strong>দিল্লি:</strong> এবার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক চিকিৎসকের দেহ (AIIMS Doctor Death)। ৩৪ বছরের ওই চিকিৎসক দিল্লি AIIMS হাসপাতালের নিউরো সার্জেন হিসেবে কর্মরত ছিলেন। আজ গৌতম নগরের (Gautam Nagar) ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি দিল্লি পুলিশ (Delhi Police) ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।</p> <p>দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, গৌতম নগরের ফ্ল্যাট থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হওয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তা থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। </p> <p>আরও জানানো হয়েছে, মৃত ওই চিকিৎসকের নাম রাজ গোনিয়া। তাঁর স্ত্রীও চিকিৎসক। কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল ওই নিউরো সার্জেনের। রাখী পূর্ণিমা উপলক্ষে ওই চিকিৎসকের স্ত্রী বাপের বাড়ি গেছেন। তিনি চলে যাওয়ার পরেই ওষুধ খেয়ে আত্মঘাতী হন রাজ গোনিয়া।</p> <p>ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোটে AIIMS-এর ওই চিকিৎসক উল্লেখ করেছেন, নিজের ইচ্ছাতে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। নিজের মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ীও করছেন না। পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্তের স্বার্থে ওই সুইসাইড নোটে লেখা সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না। </p> <p>প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। তবে বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলেই এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। </p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Visuals from the residence of an AIIMS doctor who died by suicide. <br /><br />He was declared brought dead. According to Delhi Police in the initial enquiry, it was found that the reason for the suicide could be a family dispute. One suicide note was also found in the… <a href="https://t.co/dH1UFFCSkF">pic.twitter.com/dH1UFFCSkF</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1825130332418716025?ref_src=twsrc%5Etfw">August 18, 2024</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/WaE6TVb" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1724063431627000&usg=AOvVaw2XCjfdGSQDbg7ULChbYM31">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> <p><strong><em><a title="আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই মদ্যপ রোগীর হেনস্থার শিকার মহিলা চিকিৎসক" href="https://ift.tt/K5IqRaO" target="_blank" rel="noopener">আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই মদ্যপ রোগীর হেনস্থার শিকার মহিলা চিকিৎসক</a></em></strong></p>
from india https://ift.tt/fuACOwg
via IFTTT
0 Comments