TMC in Meghalaya: মেঘালয়ে বিরোধী দলের স্বীকৃতি তৃণমূলের, LoP মুকুল সাংমা

<p><strong>কলকাতা:</strong> মেঘালয়ের রাজনীতিত নতুন ভাবে উত্থান তৃণমূলের। এখন থেকে মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এই স্বীকৃতি পেল <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/Qr8mWBN" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের তৃণমূল। ওই রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূলে মুকুল সাংমা, যিনি মেঘালয়েরই প্রাক্তন মুখ্যমন্ত্রী।</p> <p>IANS সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার কমিশনার ও সেক্রেটারি অ্যান্ড্রু সাইমনস একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, মেঘালয় বিধানসভায় তৃণমূল বিধায়ক মুকুল সাংমাকে স্পিকার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আলাদা একটি বিজ্ঞপ্তিতে, সাইমনস জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিরোধীদের মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছেন রনি ভি লিংডোকে।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/ny1kAZv" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong>&nbsp;</p> <p><a title="আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য" href="https://ift.tt/SWKBeGk" target="_blank" rel="noopener">আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য</a></p>

from india https://ift.tt/bugYvzy
via IFTTT

Post a Comment

0 Comments