<p><strong>শিবাশিস মৌলিক, কলকাতা : </strong>রাজ্যে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। গত কয়েক বছর ধরে জঙ্গলমহলে ক্রমাগত অনুপ্রবেশ হয়ে চলেছে বলে অভিযোগ জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। 'বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশে অনুপ্রবেশ। এই অঞ্চলগুলি দীর্ঘদিন ধরেই আদিবাসী মানুষদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। বেআইনি অনুপ্রবেশের ফলে এইসব অঞ্চলের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে।' <a title="অমিত শাহ" href="https://ift.tt/iA9quSb" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>কে লেখা চিঠিতে এমনই দাবি করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।</p> <p>সবিস্তারে আসছে...</p> <p> </p>
from india https://ift.tt/L39EIuj
via IFTTT
0 Comments