<p><strong>কলকাতা:</strong> কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীর করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদন খারিজ বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। রাজ্যে কয়লা পাচার দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। পাল্টা ইডির দিল্লিতে তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেওয়ার পর <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/3in47PY" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ের দ্বারস্থ হন অভিষেক।</p> <p>গত ১৩ অগাস্ট এই মামলার শুনানি শেষ হলেও, রায়দান স্থগিত রেখেছিল সর্বোচ্চ আদালত। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, ইডির তলব কোনওভাবেই অবৈধ নয়। নির্দেশের ফলে <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/OvT5xDZ" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a> ও তাঁর স্ত্রীকে তদন্তের প্রয়োজনে দিল্লিতে তলব করায় ইডির আর কোনও বাধা রইল না। </p> <p>আরও পড়ুন,<a title=" লালবাজার অভিযানে বামেরা , 'CP-র পদে থাকার কোনও যোগ্যতা নেই..'" href="https://ift.tt/PQOR1XG" target="_self"> লালবাজার অভিযানে বামেরা , 'CP-র পদে থাকার কোনও যোগ্যতা নেই..'</a></p> <p>খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/8pNWxTI" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1725964265332000&usg=AOvVaw1ih-c9qxVxHm_ElG8UGDCn">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p> <div class="yj6qo"> </div> <div class="adL"> </div>
from india https://ift.tt/HX4m7Uw
via IFTTT
0 Comments