Acid Attack News: রেস্তরাঁয় দেখা করতে গিয়ে প্রাক্তনের মুখে অ্যাসিড ছুড়ে দিলেন তরুণী, পুলিশকে জানালেন...

<p><strong>আলিগড়:</strong> রেস্তরাঁয় দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে। খাওয়া-দাওয়া, কথাবার্তার মাঝেই হঠাৎ বোতলভর্তি অ্যাসিড ছুড়ে দিলেন তরুণী। প্রকাশ্য দিনের আলোয়, উত্তরপ্রদেশের রেস্তরাঁয় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাক্তন ব্ল্যাকমেল করছিলেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী। অ্যাসিডের স্পর্শে আহত যুবক পালিয়ে বেড়াচ্ছেন বলে খবর মিলেছে। (Acid Attack News)</p> <p>উত্তরপ্রদেশের আলিগড়ের একটি রেস্তরাঁয় এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে পৌঁছন ওই তরুণী। প্রথমে ওই তরুণী ঢোকেন। কয়েক মিনিট পর ওই যুবকও এসে ঢোকেন। একটি দোসা এবং একটি ছোলে-বটুরে অর্ডার করেন তাঁরা। খেতে খেতে গল্প করছিলেন দু'জনে। তার মধ্যেই ব্যাগ থেকে বোতলভর্তি অ্যাসিড বের করে যুবকের মুখে ছুড়ে দেন ওই তরুণী। (Aligarh News)</p> <p>ছিপি খুলে অ্যাসিড ছুড়তে গিয়ে ওই তরুণীও আহত হয়েছেন। ওই যুবকও আহত হন। তাঁর হাতও পুড়ে যায় বলে জানা গিয়েছে। কিন্তু ঘটনার পরই পরনের জামা খুলে ফেলেন ওই যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রেস্তরাঁর লোকজন পুলিশকে খবর দেন। ওই তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।&nbsp;</p> <p>অভিযুক্ত তরুণী জানিয়েছেন, অন্যের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। বিবাহবিচ্ছেদের পর এক সন্তানকে নিয়ে থাকেন। ওই যুবক ফের বিয়ের জন্য পীড়াপীড়ি শুরু করে দেন। লাগাতার ওই যুবক তাঁকে হুমকি দিচ্ছিলেন, টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিলেন বলে দাবি করেছেন তরুণী। সেই নিয়ে রাগের বশে তিনি এমন করে ফেলেছেন বলে জানান।&nbsp;</p> <p>রেস্তরাঁর ম্যানেজার জানিয়েছেন, সকালে সবে রেস্তরাঁ খুলেছেন তাঁরা, সেই সময় ওই তরুণী সেখানে হাজির হন। রেস্তরা তখনও ধোয়ামোছা হচ্ছিল। প্রথমে বাইরে অপেক্ষা করছিলেন ওই তরুণী। পরে ভিতরে ঢোকেন। কয়েক মিনিট পর ঢোকেন ওই যুবক। তাঁদের রেখে ম্যানেজার বাইরে খেতে গিয়েছিলেন। হঠাৎ রেস্তরাঁর এক কর্মী এসে তাঁকে গোটা ঘটনা জানান। ছুটে গিয়ে দেখেন ওই কাণ্ড ঘটে গিয়েছে। বেশ কয়েক বছর ধরে ওই যুবক তাঁকে হেনস্থা করছিল বলে রেস্তরাঁ ম্যানেজারকেও জানান অভিযুক্ত তরুণী।</p> <p>অ্যাসিড ছুড়তে গিয়ে ওই তরুণীও আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী এবং ওই যুবক পরস্পরকে আগে থেকে চিনতেন। ব্যক্তিগত ঝামেলা চলছিল তাঁদের মধ্যে। সেই থেকেই এই ঘটনা। ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ব্ল্যাকমেলের যে অভিযোগ তুলেছেন অভিযুক্ত তরুণী, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের খোঁজ চলছে।</p>

from india https://ift.tt/FM4jso1
via IFTTT

Post a Comment

0 Comments