<p><strong>চেন্নাই :</strong> আকাশপথে ভারতীয় বায়ুসেনার প্রদর্শনী দেখতে কার্যত জনসমুদ্র নামে চেন্নাইয়ের মারিনা বিচে। যার পরিণতি হল ভয়ঙ্কর ! গরমের মধ্যে প্রায় ১৫ লক্ষ দর্শকের সমাগম। কার্যত নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ডিহাইড্রেশন ও হিটস্ট্রোকে প্রাণ হারালেন ৫ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। </p> <p>ভারতীয় বায়ুসেনা ৯২ তম বার্ষিকী উপলক্ষে এদিন এয়ার শো-র ব্যবস্থা করা হয় মেরিনা সৈকতে। যেখানে প্রায় ৭২টি বিমানের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। যার মধ্যে ছিল সুপারসনিক রাফাল জেট ও দেশিয় পদ্ধতিতে তৈরি তেজস যুদ্ধবিমান। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। যা দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। কাতারে কাতারে দর্শক আসতে থাকেন সৈকতে। এর পর পরই দুর্ঘটনার খবর সামনে আসতে থাকে।</p> <p>বহু সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। গরমের মধ্যে অত মানুষ চলে আসায় খুবই সমস্যা হয়। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর পরই লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বেরোতে থাকেন । যার জেরে ঘণ্টার পর ঘণ্টার মেরিনা সৈকতের আশপাশের এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তাতে জটিলতা ও অস্বস্তি বেড়ে যায়। </p> <p>চেন্নাইয়ের মেয়র প্রিয়া বলেন, "IAF আমাদের কাছে যে যে সাহায্য চেয়েছিল তা-ই দিয়েছি। এর পাশাপাশি ন্যূনতম যেসব সাহায্য যেমন- জলের ট্যাঙ্ক, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স...কিন্তু এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। অতিরিক্ত গরমেই মানুষ মারা গেছেন। ভুক্তভোগীদের সাহায্য করতে আমরা সব পদক্ষেপ নেব।"</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/FLozcy3" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1728299925108000&usg=AOvVaw1UnBIwTswZpx5MCCgFoeIO">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
from india https://ift.tt/xmB19fM
via IFTTT
0 Comments